রামনবমীর দিন কী বন্ধ থাকবে মেট্রো পরিষেবা? বড় আপডেট সামনে আনল কর্তৃপক্ষ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : শহর কলকাতার নিত্য যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে কলকাতা মেট্রো (Kolkata Metro) ব্যবস্থা এককথায় ‘লাইফ লাইন।’ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ, কিংবা হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, অফিস টাইমে কলকাতা মেট্রোর সবকটি স্টেশনেই থাকে উপচে পড়া ভিড়।

কলকাতা মেট্রোর (Kolkata Metro) বড় আপডেট

বাতানুকূল কামরায় পাতালপথ ধরে মুহূর্তে গন্তব্যে পৌঁছে যাওয়ার সেরা মাধ্যম মেট্রো ব্যবস্থা। তবে বিশেষ বিশেষ কিছু দিনে কলকাতা মেট্রো যাত্রীসুবিধার্থে প্রদান করে থাকে অতিরিক্ত পরিষেবা। ঠিক তেমনই আগামী রবিবার রামনবমীর দিন শহর কলকাতার মেট্রো যাত্রীদের জন্য বড় ঘোষণা করল মেট্রো রেলওয়ে (Metro Railway) কর্তৃপক্ষ।

আরও পড়ুন : ২৬ হাজার চাকরি বাতিলের পর চাপে মধ্যশিক্ষা পর্ষদ! এবার বড় পদক্ষেপ নিলেন প্রধান শিক্ষকরা

জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ রামনবমীর দিন সচল থাকবে কলকাতা মেট্রোর (Kolkata Metro) পরিষেবা। গ্রিন লাইন ২ অর্থাত্‍ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে পরিষেবা দেবে মেট্রো। পাশাপাশি নর্থ-সাউথ করিডর অর্থাৎ ব্লু লাইনেও চলাচল করবে মেট্রো। তবে আগামীকাল পরিষেবা বন্ধ থাকবে গ্রিন লাইন ১-তে।

আরও পড়ুন : IPL-এ এবার পাণ্ডিয়া ঝড়! অধিনায়ক হিসেবে গড়লেন বিরাট ইতিহাস, ভাঙলেন ১৬ বছরের রেকর্ড

এরআগে কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে জানানো হয়, ইস্ট-ওয়েস্ট (East-West Metro) করিডরে প্রতি সপ্তাহে রবিবার প্রযুক্তিগত কিছু পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সেই কারণে প্রতি রবিবার মেট্রো চলাচল করবে না গ্রিন লাইন ১ ও গ্রিন লাইন ২-তে। তবে আগামী রবিবার পালিত হবে রামনবমী।

পুলিশ-প্রশাসনের ধারণা, রামনবমীর (Ram Navami) মিছিল উপলক্ষে বিপুল পরিমাণ জন সমাগমের সম্ভাবনা রয়েছে। সেই কথা বিবেচনা করে আগামীকাল অর্থাৎ ৬ই এপ্রিল, রবিবার গ্রিন লাইন ২ অর্থাত্‍ ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে থাকবে না পাওয়ার ব্লক। সূচি মেনে ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে আগামী রবিবার চলাচল করবে মেট্রো।

Kolkata Metro service at Ram Navami.

আগামীকাল অর্থাৎ রামনবমীর দিন হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টো ১৫ মিনিটে। ঠিক একই সময়ে এসপ্ল্যানেড থেকে প্রথম মেট্রো রওনা দেবে হাওড়া ময়দানের উদ্দেশ্যে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের উদ্দেশ্যে এদিন শেষ মেট্রো ছাড়বে রাত পৌনে দশটায়। উল্টোদিকে এসপ্ল্যানেড থেকেও ঠিক একই সময়ে ছাড়বে হাওড়া ময়দানের উদ্দেশ্যে যাত্রা করা শেষ মেট্রোটি।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X