দুঃসংবাদ! এই রুটে চলবে না মেট্রো, টাইম পরিবর্তন অন্য তিনটি লাইনেও; দুর্ভোগ এড়াতে দেখুন সময়সূচি

বাংলাহান্ট ডেস্ক : সৌদি আরবে বুধবার পালিত হবে ঈদ। ভারতে ঈদ উদযাপন হবে বৃহস্পতিবার। ঈদের দিন কলকাতা মেট্রোর পরিষেবা কেমন হতে চলেছে তা আগে থেকে জানিয়ে দেওয়া হল কর্তৃপক্ষের তরফ থেকে। কলকাতা মেট্রোর পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়, নর্থ-সাউথ করিডর (ব্লু লাইন), ইস্ট-ওয়েস্ট করিডর (গ্রিন লাইন) এবং অরেঞ্জ লাইনে (নিউ গড়িয়া থেকে রুবি) পরিষেবা চালু থাকবে আগামী বৃহস্পতিবার।

তবে এদিন পরিষেবা বন্ধ থাকবে পার্পল লাইনে (জোকা থেকে মাঝেরহাট)। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলবে অন্যান্য সাধারণ দিনের মতোই। এই লাইনে কুড়ি মিনিট অন্তর মোট ৪৮ টি মেট্রো চালানো হবে। নর্থ-সাউথ মেট্রো করিডরে বৃহস্পতিবার চালানো হবে ২৩৪টি মেট্রো। ঈদ উপলক্ষে সামান্য কমানো হয়েছে এই লাইনের মেট্রো সংখ্যা।

আরোও পড়ুন : মরমর অবস্থা! বিমানবন্দর থেকে কেনা পিৎজায় পেরেক! গলায় বিঁধল গায়ক কেশব দে’র

সাধারণ কর্মদিবসে এই রুটে চলে ২৮৮টি মেট্রো। আগামী বৃহস্পতিবার দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো সকাল ৬ টা ৫০ মিনিট, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৬ টা ৫০ মিনিট, দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৬ টা ৫৫ মিনিট, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো সকাল ৭ টায় ছাড়বে।

আরোও পড়ুন : এবার মাধ্যমিক পাশেই মিলবে কেন্দ্রীয় সরকারি চাকরি! লোক নেবে পোস্ট অফিস, পাবেন মোটা মাইনে

অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত ৯ টা ২৮ মিনিট, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো রাত ৯ টা ৩০ মিনিট, কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো রাত ৯ টা ৪০ মিনিট, দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত ৯ টা ৪০ মিনিটে ছাড়বে। ইস্ট-ওয়েস্ট করিডরের (গ্রিন লাইন) হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে বৃহস্পতিবার চলাচল করবে মোট ১২২টি মেট্রো।

১২ মিনিট, ১৫ মিনিট এবং ২০ মিনিট অন্তর মেট্রো চলাচল করবে বলে জানানো হয়েছে। ঈদের দিন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী প্রথম মেট্রো সকাল ৭ টা, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো সকাল ৭ টায় ছাড়বে। অন্যদিকে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী শেষ মেট্রো রাত ৯ টা ৪৫ মিনিট, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো রাত ৯ টা ৪৫ মিনিটে ছাড়বে।

kolkata metro

ইস্ট-ওয়েস্ট করিডরের শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ লাইনে ঈদের দিন চলবে ১০৬টির পরিবর্তে ৯০টি মেট্রো। এদিন ২০ মিনিট অন্তর মেট্রো চলাচল করবে। শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো সকাল ৬ টা ৫৫ মিনিট, সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী প্রথম মেট্রো সকাল ৭ টায় ছাড়বে।

শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো রাত ৯ টা ৩৫ মিনিট, সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী শেষ মেট্রো রাত ৯ টা ৪০ মিনিটে ছাড়বে। নিউ গড়িয়া থেকে রুবিগামী প্রথম মেট্রো সকাল ৯ টা ও রুবি থেকে নিউ গড়িয়াগামী প্রথম মেট্রো সকাল ৯ টায় ছাড়বে। নিউ গড়িয়া থেকে রুবিগামী শেষ মেট্রো বিকেল ৪ টে ৪০ মিনিট, রুবি থেকে নিউ গড়িয়াগামী শেষ মেট্রো বিকেল ৪ টে ৪০ মিনিটে ছাড়বে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর