জয়হিন্দ বিমানবন্দর থেকে কিশোর কুমার! পাল্টে যাবে একাধিক মেট্রো স্টেশনের নাম? জমা পড়ল প্রস্তাব

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল, কলেজ থেকে শুরু করে অফিস, রোজকার যাতায়াতের জন্য অনেকেরই প্রথম পছন্দ মেট্রো (Kolkata Metro)। এখানে যেমন ট্র্যাফিকের ঝামেলা নেই, তেমনই তীব্র গরমে পাওয়া যায় এসির হিমেল হাওয়া। এবার এই মেট্রো স্টেশন (Metro Station) নিয়েই সামনে আসছে বড় খবর! জানা যাচ্ছে, কলকাতার একাধিক মেট্রো স্টেশনের নাম বদলের প্রস্তাব জমা পড়েছে নবান্নে (Nabanna)। নতুন কোন নাম রাখা যেতে পারে সেগুলিও জমা দেওয়া হয়েছে বলে খবর।

কোন ৪টি স্টেশনের (Kolkata Metro) নাম বদলের প্রস্তাব?

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চারটি ভিন্ন রুটের নানান স্টেশনের নাম বদল করার প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন কী নাম রাখা যেতে পারে সেটাও সরকারকে জানানো হয়েছে। জোকা-ধর্মতলা রুটের খিদিরপুর স্টেশন, নিউ গড়িয়া-বিমানবন্দর রুটের ভিআইপি রোড/ তেঘরিয়া স্টেশন, নোয়াপাড়া-বিমানবন্দরের জয়হিন্দ স্টেশন ও ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড, হাওড়া ময়দান, শিয়ালদহ অথবা মহাকরণ, এগুলির মধ্যে যে কোনও একটি স্টেশনের নাম পরিবর্তন করার প্রস্তাব জমা পড়েছে।

খিদিরপুর স্টেশনের নাম খিদিরপুর সেন্ট থমাস স্কুল অথবা সেন্ট থমাস স্কুল খিদিরপুর রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকেই এহেন প্রস্তাব এসেছে। জয়হিন্দ স্টেশনের নাম ‘জয়হিন্দ বিমানবন্দর’ করার প্রস্তাব দিয়েছেন মেট্রোর চিফ অপারেশন ম্যানেজার।

আরও পড়ুনঃ ‘SSC-র ভুল… চেয়ারম্যানকে জেলে পাঠাব’! কড়া হুঁশিয়ারি হাইকোর্টের বিচারপতির! কোন মামলায়?

এছাড়া ভিআইপি রোড/ তেঘরিয়া স্টেশনের নাম হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর স্টেশন করার প্রস্তাব রেখেছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, শ্রীধাম ঠাকুরনগর ও ঠাকুরবাড়ির পক্ষ থেকে। এসপ্ল্যানেড, হাওড়া ময়দান, শিয়ালদহ অথবা মহাকরণের মধ্যে যে কোনও একটি মেট্রো স্টেশনের নাম প্রখ্যাত শিল্পী কিশোর কুমারের নামে রাখার প্রস্তাব দিয়েছে ডানলপের কিশোর কুমার ফ্যান ক্লাব।

Kolkata Metro service at Ram Navami

জানা যাচ্ছে, মেট্রো (Kolkata Metro) স্টেশনের নাম পরিবর্তন করার বিষয়টি প্রাথমিকভাবে রাজ্যই দেখে। সেই কারণে নবান্নে এই প্রস্তাবগুলি পাঠানো হয়েছে। পরিবহণ দফতরের তরফ থেকে যদি সম্মতি পাওয়া যায় তাহলে সেটা কেন্দ্রীয় রেলমন্ত্রকের কাছে পাঠানো হবে। তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X