বাংলাহান্ট ডেস্ক : এবার কলকাতা মেট্রো (Kolkata Metro) ৩টি স্টেশনকে পরিণত করছে ‘বুকিং কাউন্টার বিহীন’ স্টেশনে। টিকিট কাউন্টার উঠিয়ে দেওয়া হচ্ছে পার্পল লাইনের তারাতলা ও সখেরবাজার মেট্রো স্টেশন ও অরেঞ্জ লাইনের কবি সুকান্ত মেট্রো স্টেশনে। জানানো হয়েছে, নতুন নিয়ম কার্যকর হবে আগামী ১লা আগস্ট থেকে।
কলকাতা মেট্রোয় (Kolkata Metro) বন্ধের মুখে ৩ টিকিট কাউন্টার
মেট্রো রেল (Kolkata Metro) সূত্রে খবর, নতুন এই নিয়মে স্টেশনে থাকবে না টোকেন, নতুন স্মার্ট কার্ড বিক্রি, স্মার্ট কার্ড রিচার্জ করার কাউন্টার। এছাড়াও সেখানে থাকবেন না কোনো কর্মী। মেট্রো রেল (Metro Railway) কর্তৃপক্ষ জানিয়েছে, স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (ASCRM) বসানো হয়েছে 3টি মেট্রো স্টেশনে।
আরোও পড়ুন : নারী-পুরুষ ভেদাভেদ নেই! সবাই পাবেন ৫০০০ টাকা! দেশবাসীর জন্য দুর্দান্ত প্রকল্প কেন্দ্রের
যাত্রীরা এই মেশিনের মাধ্যমে টোকেন, স্মার্ট কার্ড, কাগজের কিউআর কোড-ভিত্তিক টিকিট কাটার কাজ করতে পারবেন। এই মেশিনের সাহায্যে করা যাবে স্মার্ট কার্ড রিচার্জও। কিন্তু এই স্টেশনগুলিতে টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত কেন নিল মেট্রো (Kolkata Metro)? জানা গেছে, গড়ে প্রতিদিন ৭০ জন যাত্রী হচ্ছে তারাতলা স্টেশনে। সেখানে গড়ে প্রতিদিন কবি সুকান্ত মেট্রো স্টেশনে যাত্রী হচ্ছে ২২০ জন।
সখেরবাজার স্টেশনে সেই সংখ্যাটা গড়ে ৫৫ জন। তাই এই স্টেশনগুলিতে কাউন্টার বন্ধ করে স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (ASCRM) বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা মেট্রো (Kolkata Metro) সূত্রে জানা গেছে, আগামী ৬ মাস মেট্রোর কর্মকর্তারা নজর রাখবেন পরিস্থিতির উপর। তারপর বিচার-বিশ্লেষণ করে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।