বাংলাহান্ট ডেস্ক : আপাতত কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনের যাত্রীদের শেষ মেট্রোয় অতিরিক্ত ভাড়া গুনতে হবে না। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তিগত কারণে আপাতত স্থগিত রাখা হল শেষ মেট্রোয় ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত। এরসাথে অবশ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনে আবার ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
কলকাতা মেট্রোর (Kolkata Metro) বড় পদক্ষেপ
কলকাতা মেট্রো (Kolkata Metro) এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে অবশ্য উল্লেখ করা হয়নি কবে থেকে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে। কবি সুভাষ ও দমদম থেকে রাতে একটি বিশেষ মেট্রো চালিয়ে থাকে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এই দুই স্টেশন থেকেই রাত ১০.৪০ মিনিটে একটি বিশেষ মেট্রো ছাড়ে। গত জুন মাস থেকে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এই বিশেষ মেট্রো পরিষেবা শুরু করে।
আরোও পড়ুন : নো পড়াশোনা, প্রেম-বিয়ের পাঠ শেখাবে কলেজ, বিশ্ববিদ্যালয়, চিনের নতুন কোর্স “লাভ এডুকেশন”!
তবে এই বিশেষ মেট্রোয় (Metro) যাত্রী সংখ্যা থাকছে নামমাত্র। আয়ের থেকে ব্যাপকভাবে ব্যয় হওয়ায় সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষ (Metro Railway) সিদ্ধান্ত নেয় এই বিশেষ মেট্রোয় ভাড়া (Fare) বৃদ্ধির। বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানায়, প্রতিটি যাত্রীকে এবার থেকে ১০ টাকা সারচার্জ দিয়ে কিনতে হবে টিকিট। দূরত্ব নির্বিশেষে নির্দিষ্ট ভাড়ার থেকে যাত্রীদের প্রদান করতে হবে অতিরিক্ত ১০ টাকা।
মেট্রোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, যাত্রীদের এই অতিরিক্ত ভাড়া গুনতে হবে ১০ ডিসেম্বর থেকে। তবে মেট্রো কর্তৃপক্ষ প্রযুক্তিগত কারণে আপাতত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসল। যাত্রীরা আগের মতোই নির্দিষ্ট ভাড়া প্রদান করেই যাতায়াত করতে পারবেন রাত ১০ টা ৪০ মিনিটের শেষ মেট্রোয়। তবে আগামী দিনে যেকোনো মুহূর্তে যে অতিরিক্ত সারচার্জ বসানো হতে পারে সেই বিষয়েও স্পষ্ট করে দিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।