যাত্রীদের জন্য সুখবর, রাজ্য পাবে আরও একটি মেট্রো রুট! কোথা থেকে কোথায় যাবে? জানুন বিস্তারিত

বাংলা হান্ট ডেস্ক : আজ হাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা নিয়ে চর্চা তুঙ্গে। রথীন চক্রবর্তীর সমর্থনে হবে এই সভা। আর তার আগেই শনিবার চায়ে পে চর্চায় এসে বিরাট দাবি করলেন রথীন। মেট্রো (Kolkata Metro) নিয়ে দিলেন বিরাট আপডেট। এইদিন রথীন জানিয়েছেন, এবার যাতায়াত হবে আরও সহজ। কারণ খুব শীঘ্রই আরও একটা মেট্রো রুট পেতে চলেছে বাংলা।

ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে সবচেয়ে বেশি সমস্যা তৈরি করে বউবাজার। এখানে কাজ করতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় কর্মীদের। তবে কিছুদিন আগে নাকি এই বউবাজারেই মিলেছে বড় সাফল‌্য। শোনা যাচ্ছে, এই গলার কাঁটা বউবাজারে একটি কাজ সম্পন্ন হতে সময় লেগেছে মাত্র এক সপ্তাহ। আর বিষয়টাকে গ্রিন সিগন্যাল বলেই মানছেন বিশেষজ্ঞরা।

খবর বলছে, এপ্রিলের শেষে মাত্র এক সপ্তাহেই বউবাজার এলাকার হিন্দ সিনেমার সামনে সম্পন্ন হয়েছে ক্রস প্যাসেজ তৈরির কাজ। কোনও বাধা সেরকম আসেনি‌। যদিও ইতিপূর্বে এই জায়গাটিতে কাজ করতে গিয়েই একাধিক সমস্যার সম্মুখীন হয়েছিল কর্মীরা। ধসের কারণে বহু বাড়িতে ফাটল অবধি দেখা গেছিল। যে কারণে অনেকেই মনে করেছিল যে, হিন্দি সিনেমার সামনে এই প্যাসেজ তৈরি করা অতটাও সহজ হবেনা।

আরও পড়ুন:PoK-তে যুদ্ধের পরিস্থিতি! পাকিস্তানের বিরুদ্ধে রাস্তায় হাজার হাজার কাশ্মীরি, চলছে এলোপাথাড়ি গুলি

তবে গত এপ্রিলে সেই বাধা কেটে যায়। রিপোর্ট বলছে, বউবাজারের কাজ নিয়ে নির্মাণকারী ইঞ্জিনিয়াররা একটি চিঠি জমা করেছে। সেই চিঠিতে বলা হয়েছে, ধস এড়াতে খুব ধীর গতিতে কাজ হচ্ছে এখানে‌। যে কারণে কাজ হয়ত একটু দেরি হবে। অক্টবরের আগে মেট্রো পরিষেবা চালু করে দেওয়ার পরিকল্পনা থাকলেও সেটা হয়ত সম্ভব হয়ে উঠবে না। আর এমন আবহে সামনে এল নতুন মেট্রো পথের কথা।

Kolkata Metro Green Line

এইদিন বিজেপি নেতা রথীন চক্রবর্তী জানিয়েছেন, খুব শীঘ্রই আরও একটা মেট্রো পথ পাবে বাংলা। বিজেপি প্রার্থী বলেন, ‘হাওড়া ময়দান-কলকাতা মেট্রো চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার হাওড়া থেকে সাঁতরাগাছি পর্যন্ত মেট্রো চালু করার পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী।’

ad

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর