বাধ্যতা মূলক এই খরচ! ট্রেড লাইসেন্স নিয়ে আসছে নতুন নিয়ম, বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ট্রেড লাইসেন্স (Trade License) নিয়ে এবার কড়া সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। জানা যাচ্ছে এবার থেকে জঞ্জাল সাফাইয়ের পরিষেবা বাবদ খরচ বাধ্যতামূলক করা হচ্ছে। তাই এই খরচ না দিলে এবার থেকে ট্রেড লাইসেন্স পাওয়া যাবে না। কলকাতা পুরসভার তরফে এলাকার সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে ইতিমধ্যে এই তথ্য অনলাইনে জানিয়ে দেওয়া হয়েছে।

ট্রেড লাইসেন্স (Trade license) নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার

আগামী দিনে খুব তাড়াতাড়ি পুর ও নগরোন্নয়ন দপ্তর গেজেট প্রকাশ করে বিষয়টি আরও স্পষ্ট করে জানিয়ে দেবে। পুর দপ্তরের দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে ৫০০ বর্গফুট অথবা তার বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের (Trade License) জন্য এবার থেকে জঞ্জাল সাফাই বিভাগ সার্ভিস চার্জ লাগু করছে।

নিয়ম অনুযায়ী ট্রেড লাইসেন্স পেতে গেলে আগে দিতে হবে সার্ভিস চার্জ। সফটওয়্যার গুলো-ও এমন ভাবেই তৈরি করা হয়েছে। গত সপ্তাহে মেয়র পরিষদ বৈঠকে এই চলতি নিয়মকে আরও দৃঢ় করতে গেজেট নোটিফিকেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার আগে অবশ্যই নিয়ম মেনে পুর অধিবেশনে অনুমোদন করা হবে।

আরও পড়ুন: পাল্টে যাচ্ছে নিয়ম? বাংলার আবাস যোজনা নিয়ে বড় পদক্ষেপ নবান্নের

একজন পুর শীর্ষকর্তা জানিয়েছেন, ‘জঞ্জাল সাফাই থেকে ৬৪ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে। এর মধ্যে ৪২ কোটি টাকা আদায় হয়েছে সার্ভিস চার্জ বাবদ।’ ওই পুরো কর্তার কথা থেকে জানা গিয়েছে শহরে এখনও এমন অসংখ্য বাণিজ্যিক সংস্থা রয়েছে যারা এই জঞ্জাল সাফাই বিভাগের সার্ভিস চার্জের বাইরে। এই সমস্ত সংস্থাগুলিকে কর কাঠামোর আওতায় আনতেই এবার ট্রেড লাইসেন্স ফি-র আওত্তায় আনা হয়েছে।

Firhad Hakim

অনেক বাণিজ্যিক সংস্থা একবারে ৫ অথবা ১০ বছরের ট্রেড লাইসেন্স ফি দিতে চায়। ওই পুর কর্তা এপ্রসঙ্গে জানিয়েছেন এরফলে জঞ্জাল সবাইয়ের ফি নিয়ে প্রশ্ন উঠছে। যদিও পুরসভার তরফে নোটিস দিয়ে জানানো হয়েছে যত বছরের জন্য ট্রেড লাইসেন্স করা হবে ঠিক তত বছরের জন্য আগাম জঞ্জাল সাফাইয়ের ফি নেওয়া হবে। পুর ও নগরোন্নয়ন দপ্তর খুব তাড়াতাড়ি গেজেট প্রকাশ করে এই সিদ্ধান্তগুলি জানিয়ে দিতে চলেছে। যদিও বসতবাড়ির ক্ষেত্রে এই নিয়ম কোনভাবেই প্রযোজ্য নয়।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X