বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে একাধিকবার শিরোনামে উঠে এসেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। অবৈধ নির্মাণ (Illegal Construction) নিয়ে নানান মহলে কেএমসিকে ঘিরে প্রশ্ন উঠেছে। এই আবহে এবার নোটিশ পাঠিয়ে দিল পুরসভা কর্তৃপক্ষ (KMC)। ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
কোথায় নোটিশ পাঠাল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)?
জানা যাচ্ছে, কেএমসির অধীন ক্রিস্টোফার রোডের বিপজ্জনক বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে। পুরসভার আইনে ৪১১/২ ধারায় আগামী ৩ দিনের মধ্যে ওই বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। রবিবার কিংবা সোমবার থেকে ওই ‘বিপজ্জনক বাড়ি’ ভাঙার প্রক্রিয়া শুরু হতে পারে বলে খবর।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, পাশের সাদা রঙের বাড়িটিতে আগেই কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ৪০১ ধারায় বেআইনি নির্মাণের নোটিশ দেওয়া হয়েছিল। বিল্ডিং তৈরির ক্ষেত্রে কোনও রকম ছাড়ের নিয়ম মানা হয়নি বলে কেএমসির তরফ থেকে নোটিশ দেওয়া হয়।
আরও পড়ুনঃ বেধড়ক মারধর, ছিঁড়ে নেওয়া হয় চুল! পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক সঞ্জয়! আরজি কর কাণ্ডে নয়া মোড়?
এই বিষয়ে পুরসভা সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, অবৈধভাবে ওপরের তোলা নির্মিত হয়েছিল। এই বাড়িটি পরীক্ষা করে দেখবেন কেএমসির ইঞ্জিনিয়াররা। এবার সবুজ রঙা বাড়িটির মতো সাদা রঙের সেই বাড়িটিরও অবৈধ অংশ ভেঙে দেওয়া হবে।
জানা যাচ্ছে, কেএমসির ইঞ্জিনিয়ার যে মাপজোক তথা কনস্ট্রাকশন ইভ্যালুয়েশন করেছেন, সেটা সবুজ রঙের বাড়িটির। সাদা রঙের তথা নির্মীয়মাণ বাড়িতে কলকাতা পুরসভার কনস্ট্রাকশন হয়নি। রিপোর্ট বলছে, কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের তরফ থেকে দেওয়া রিপোর্টে বলা হয়েছে, সবুজ রঙের বাড়িটি সাদা রঙের বাড়িটির দিকে হেলে রয়েছে। সেই সবুজ রঙের বাড়িটিকেই ভেঙে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে ওই বাড়ি খালি করে দেওয়ার কথা বলা হয়েছে।
এই বিষয়ে পুরসভা (Kolkata Municipal Corporation) সূত্র উদ্ধৃত করে সংশ্লিষ্ট প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, নির্মীয়মাণ সাদা বাড়িটি ৪০১ ধারায় অবৈধ নির্মাণের নোটিশ করা হয়েছে। তবে হেলে পড়া যে বিপজ্জনক বাড়িটি রয়েছে সেটিতে এমন কোনও নোটিশ দেওয়া হয়নি বলে খবর।