‘এটা ঠিক নয়’, কলকাতার হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করতেই ‘ফুঁসে’ উঠলেন ফিরহাদ

বাংলা হান্ট ডেস্কঃ ভারতবর্ষের জাতীয় পতাকার অবমাননা! সম্প্রতি সমাজমাধ্যমে বাংলাদেশের এক বিশ্ববিদ্যালয়ের ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, প্রবেশদ্বারে রাখা রয়েছে এদেশের জাতীয় পতাকা। এরপরেই ওপার বাংলার রোগীদের ভর্তি এবং চিকিৎসা পরিষেবা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নেয় কলকাতার মানিকতলার এক বেসরকারি হাসপাতাল। এবার এর বিরোধিতা করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কোনও মানুষের যদি শরীর খারাপ হয়, তাহলে তাঁকে সুস্থ করে তুলব না? প্রশ্ন তোলেন তিনি।

  • বাংলাদেশি রোগীদের চিকিৎসা পরিষেবা বন্ধের বিরোধিতা ববির (Firhad Hakim)!

বাংলাদেশে (Bangladesh) হিন্দুদের ওপর নির্যাতন এবং জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ফুঁসছে গোটা দেশ। শুক্রবার এই প্রেক্ষিতে মানিকতলার জে এন রায় হাসপাতাল (J N Ray Hospital) ওপার বাংলার রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। আজ পুরসভায় এই নিয়ে মুখ খোলেন মেয়র।

উত্তর কলকাতার হাসপাতালের বাংলাদেশি রোগীদের চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত সমর্থন করেননি ফিরহাদ। কেএমসির (Kolkata Municipal Corporation) মেয়র বলেন, ‘ব্যক্তিগতভাবে কোনও হাসপাতাল বাংলাদেশি নাগরিকদের পরিষেবা দেওয়া বন্ধ রাখতে পারে। বাংলাদেশের ঘটনা নিয়ে আমাদের প্রবল আপত্তি রয়েছে। কিন্তু বাংলাদেশের কোনও মানুষের যদি শরীর খারাপ হয়, তাহলে তাঁকে আমরা সুস্থ করব না?’

আরও পড়ুনঃ গ্যাস থেকে ক্রেডিট কার্ড! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম! সমস্যায় পড়ার আগেই জানুন

চিকিৎসক এবং চিকিৎসা কেন্দ্রের ‘ধর্ম’ স্মরণ করিয়ে কলকাতা পুরসভার মেয়র বলেন, ‘রোগীকে সুস্থ করাই চিকিৎসক কিংবা চিকিৎসা কেন্দ্রের ধর্ম। চিকিৎসা যদি না হয়, এটা আমাদের মানবিকতা বিরোধী, এটা ঠিক নয়’।

Firhad Hakim

ফিরহাদ (Firhad Hakim) এদিন বলেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যদি ভিসা প্রদান করা হয়, তাহলে সেই ব্যক্তি চিকিৎসা করাতে পারবেন। কোনও সমস্যা হচ্ছে বলে জানেন না, দাবি করেন তিনি। এদিকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে পর্যটক ভিসা দেওয়া বন্ধ রয়েছে। তবে মেডিক্যাল ভিসা এখনও দেওয়া হচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর