কলকাতার বুকে এবার ছোট জমিতেও হবে ৩ তলা বাড়ি! বড় সিদ্ধান্ত নিল পুরসভা, সুখবর শোনালেন খোদ মেয়র

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এবার শহর কলকাতায় (Kolkata) ছোট জমিতেও মাথাচাড়া দিয়ে উঠবে তিনতলা বাড়ি। কলোনি, ঠিকা ও বস্তি এলাকায় অল্প ছাড় দিয়ে বসবাসের বাড়ির অনুমতি প্রদান করা হবে। ৭ ছটাক থেকে ৩ কাঠা অবধি জমিতে কম ছাড় দিয়ে বাড়ি করার অনুমতি দেওয়া হবে। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) তরফ থেকে এবার এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বড় সিদ্ধান্ত কেএমসির (Kolkata Municipal Corporation)!

এবার ৭ ছটাক (৩০০ স্কোয়্যার ফুট) থেকে শুরু করে ১০ ছটাক (৪৫০ স্কোয়্যার ফুট) অবধি জমিতে তিনতলা (১০ মিটার) বাড়ি নির্মাণের অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে সামনের দিকে ১ ফুট, এক সাইডে ১ ফুট, অপর সাইডে ২ ফুট এবং পিছনের দিকে ৩ ফুট জায়গা ছাড় দিতে হবে।

১১ ছটাক থেকে শুরু করে ১ কাঠার ক্ষেত্রে ১০ মিটার বা তিনতলা বাড়ি তৈরিতে কতখানি ছাড় দিতে হবে সেটাও জানানো হয়েছে। সেক্ষেত্রে সামনের দিকে ১.৫ ফুট, দুই সাইডে ২ ফুট ও পিছনের দিকে ৪ ফুট ছাড় দিতে হবে। ১ কাঠা থেকে ২ কাঠা জমিতে ১০ মিটার বা তিনতলা বাড়ির ক্ষেত্রে সামনের দিকে ০.৬০ মিটার, দুই সাইডে ০.৭০ মিটার ও পিছনের দিকে ১.৫ মিটার ছাড় দেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুনঃ ফের লটারির ‘বলি’ এক যুবক! দায় নেবে Dear Lottery, রাজ্য? ঝুলন্ত দেহ উদ্ধার হতেই তোলপাড়

এছাড়া ২ কাঠা থেকে ৩ কাঠা জমিতে ১০ মিটার বা তিনতলা বাড়ির ক্ষেত্রে সামনের দিকে ০.৭৫ মিটার, দুই সাইডে ০.৯০ মিটার ও পিছনের দিকে ১.৬ মিটার ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। এই জমিগুলির ক্ষেত্রে ১৫ দিনের মধ্যে বাড়ি নির্মাণের অনুমতি পাওয়া যাবে। বরো অফিস থেকেই এই অনুমতি দেওয়া হবে। কোনও অভিযোগ আসলে কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) তরফ থেকে পর্যবেক্ষণ করতে যাওয়া হবে।

Kolkata Municipal Corporation KMC news decision over regularization of illegal construction

সেই সঙ্গেই কলোনি, ঠিকা ও বস্তি অঞ্চলে ইতিমধ্যেই যারা ৩ কাঠার মধ্যে বাড়ি বানিয়ে ফেলেছেন, সেগুলিও আইনি করা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে কেএমসি (Kolkata Municipal Corporation)। এতদিন অবধি এই বাড়িগুলি আইনি করতে কলকাতা পুরসভাকে ৩ লক্ষ ২৭ হাজার টাকা দিতে হতো। তবে এবার সেই অঙ্কটা একধাক্কায় ২ লক্ষ ৮৫ হাজার টাকা কমিয়ে দেওয়া হল। মেয়র পারিষদ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে এই বাড়িগুলি আইনি করতে ৪২,০০০ টাকা দিলেই হবে। মেয়র ফিরহাদ হাকিম বলেন, কলোনি, ঠিকা বা বস্তি অঞ্চলে অনেকেরই ৩ লক্ষ ২৭ হাজার টাকা দেওয়ার সামর্থ্য নেই। সেই কারণে এই টাকা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হল।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X