বেতন বাড়ছে ‘এই’ কর্মীদের! ছাড়পত্র দিয়ে দিল অর্থ দফতর! কত টাকা বেশি মিলবে?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কয়েক সপ্তাহ আগেই ডিএ বৃদ্ধির সুখবর পেয়েছেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা (Government Employes)। এপ্রিল মাস থেকেই নয়া, বর্ধিত হার কার্যকর হয়েছে। বর্তমানে ১৮% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই মিলল বেতন বৃদ্ধির (Salary Hike) সুখবর! না, রাজ্য সরকারি কর্মীদের নয়, বরং মাইনে বাড়ছে কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের।

কত টাকা করে মাইনে বাড়ছে (Salary Hike)?

কেএমসির তরফ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের ৪ ডিসেম্বর পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতরের তরফ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছিল। সেই নির্দেশ মেনে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কাঠামোয় সংশোধন আনা হয়েছে। সংশ্লিষ্ট সার্কুলারে নূন্যতম মজুরি আইন অনুসারে মাইনে নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর (Finanance Department) এই বেতন বৃদ্ধির ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে। মূল মাইনের আনুমানিক ২.৫৯% হারে মাইনে বাড়ানো হবে বলে খবর। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে নয়া হার কার্যকর করা হবে। এর জন্য প্রত্যেক মাসে বাড়তি প্রায় ১৩ লাখ টাকা বরাদ্দ করবে পুর প্রশাসন। কলকাতা পুরসভা সূত্রে এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুনঃ ‘মামলা ছেড়ে দেব’! সনাতনী হিন্দুদের সম্মেলন নিয়ে রাজ্যের আবেদন! কড়া মন্তব্য হাইকোর্টের বিচারপতির

প্রশাসনিক নথি বলছে, বেতন কাঠামোয় এই সংশোধন আনার ফলে ‘হাই স্কিলড ক্যাটাগরি’র অস্ত্রধারী নিরাপত্তারক্ষী, সহকারী সুরক্ষা আধিকারিক, ‘সেমি স্কিলড ক্যাটাগরি’র লিফট অপারেটর, ‘স্কিলড ক্যাটাগরি’র কম্পিউটার অপারেটর, সুপারভাইজার, সাফাইকর্মী, সাধারণ নিরাপত্তারক্ষী সহ সকল অস্থায়ী পদের মূল মাইনেই বদল করা হয়েছে। সেই সঙ্গেই বেতন কাঠামোয় আরও বেশ কিছু সুবিধা মিলবে।

Kolkata Municipal Corporation salary hike

জানা যাচ্ছে, ইপিএফ স্বরূপ ১২%, ইএসআইসি স্বরূপ ৩.২৫% ও এডিএলআই বাবদ ০.৫০% বাড়তি খরচ হবে। এর পাশাপাশি আরও ০.৫০% প্রশাসনিক খরচ হিসেবে যোগ হবে বলে খবর। গত মার্চ মাসে মেয়র ফিরহাদ হাকিম ও পুর কমিশনের সইয়ের পর এই প্রস্তাব চূড়ান্ত রূপ পেয়েছে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, কলকাতা পুরসভায় বর্তমানে নানান পদে বিভিন্ন অস্থায়ী কর্মীরা কাজ করছেন। এবার তাঁদেরই বেতন কাঠামোয় (Salary Hike) সংশোধন আনা হল। এর ফলে বহু কর্মচারীর সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X