বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদে ২ দিনের ছুটি! কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) বিজ্ঞপ্তিতে শোরগোল পড়তেই তা বাতিল করে দেওয়া হল। সেই সঙ্গেই দায় ‘চাপানো’ হল এক আধিকারিকের কাঁধে। কেএমসির (KMC) শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা জানিয়েছেন, যে আধিকারিক এই কাণ্ড ঘটিয়েছেন, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) বিজ্ঞপ্তিতে শোরগোল!
বুধবার কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের তরফ থেকে জারি করা একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে। সেখানে লেখা ছিল, কেএমসি পরিচালিত হিন্দি এবং উর্দুভাষী বিদ্যালয়গুলির ছুটির লিস্ট পরিমার্জন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর কলকাতা পুরসভা পরিচালিত হিন্দি এবং উর্দুভাষী বিদ্যালয়গুলিতে ঈদের জন্য ২ দিন ছুটি (School Holiday) থাকবে। ৩১ মার্চ ও ১ এপ্রিল ঈদের ছুটি থাকবে। এর পরিবর্তে আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হচ্ছে।
এই বিজ্ঞপ্তি সামনে আসতেই তা নিয়ে কার্যত শোরগোল পড়ে যায়। বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদে ২ দিন ছুটি দেওয়া নিয়ে শুরু হয় চর্চা। এই বিষয়ে কেএমসির (Kolkata Municipal Corporation) শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপনের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, তিনি এই বিষয়ে জানতেন না।
আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে বড় খবর! নির্যাতিতার মা-বাবা এবার যা করতে চলেছেন… ঘুরে যাবে মামলার মোড়?
সন্দীপনের কথায়, ‘আমি জানতাম না। পুর কমিশনারও বিষয়টা জানেন না। তিনি নিজে থেকে এই সার্কুলার করেছেন। এটা অবৈধ। কারোর সঙ্গে আলোচনা না করে উনি সার্কুলার করতে পারেন না। তৎক্ষণাৎ সেই সার্কুলার বাতিল করা হয়েছে। কারোর সঙ্গে আলোচনা না করে এই সার্কুলার জারি করায় আমরা তাঁর বিরুদ্ধে কড়া বিভাগীয় পদক্ষেপ নিতে চলেছি’।
এখানেই না থেমে সন্দীপন আরও বলেন, ‘তিনি এটা কেন করেছেন, জবাবদিহি করতে হবে। কাউকে কি সুবিধা পাইয়ে দিতে করেছেন? মেয়র ও কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। এই বিষয়ে আমার সঙ্গে সবাই সহমত। এটা একটা শৃঙ্খলাভঙ্গ’। আজ দুপুরেই কেএমসির (Kolkata Municipal Corporation) শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থশঙ্কর ধাড়াকে শোকজ করা হয়েছে বলে খবর। ৩ দিনের মধ্যে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে।