গাড়ির ধাক্কায় জখম প্রৌঢ়া! গ্রেফতার কাউন্সিলর-পুত্র! বিকেল গড়াতেই থানা থেকে জামিন অভিযুক্তের

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) মিতালি বন্দ্যোপাধ্যায়। প্রৌঢ়াকে গাড়ির ধাক্কা মারার অভিযোগে তাঁর ছোট ছেলে শুদ্ধসত্ত্বকে গ্রেফতার করেছিল পুলিশ। বুধবার সকালে বিবেকানন্দ পার্কের কাছে ঘটনাটি ঘটেছে বলে খবর। আহত প্রৌঢ়া এখনও হাসপাতালে ভর্তি। এদিকে গতকাল বিকেলের মধ্যেই জামিন পেয়ে গেলেন অভিযুক্ত।

  • দুর্ঘটনার দিন বিকেলেই জামিন তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) ছেলের

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রাস্তার এক ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন তারা সাহা নামের ওই প্রৌঢ়া। হঠাৎই গাড়ির সামনে চলে আসেন। উল্টো দিক থেকেও তখন আর একটি গাড়ি আসছিল। দু’টি গাড়ির (Car) মাঝখানে পড়ে ওই প্রৌঢ়া খানিক হকচকিয়ে যান বলে খবর। ঠিক সময় সরতে না পারায় গাড়ির ধাক্কা খেয়ে রাস্তায় পড়েন যান তিনি।

জানা যাচ্ছে, সেই সময় তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) পুত্র সাহায্যের হাত বাড়িয়ে দেন। আহত প্রৌঢ়াকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন। সেখানে তাঁকে ভর্তি করানো হয়। এরপর শুদ্ধসত্ত্বকে গ্রেফতার করে পুলিশ। তারাদেবীকে ধাক্কা মারার অভিযোগে তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৮১, ১২৫বি, ৩২৪ (৪) ধারায় মামলা রুজু করা হয়।

আরও পড়ুনঃ বদলে যাচ্ছে বহু পুরোনো নিয়ম? সরকারি কর্মীদের জন্য বড় আপডেট, বিপদে পড়ার আগেই জানুন

প্রৌঢ়াকে ধাক্কা মারার অভিযোগে কাউন্সিলর পুত্রের বিরুদ্ধে যে ধারাগুলি যোগ করা হয়েছিল প্রত্যেকটিই জামিনযোগ্য। সেই কারণে গতকাল বিকেলের মধ্যেই জামিন (Bail) পেয়ে যান তিনি। ইতিমধ্যেই এই নিয়ে মুখ খুলেছেন মিতালি বন্দ্যোপাধ্যায়।

TMC Councilor son arrested

কলকাতা পুরসভার ওই তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) জানান, তাঁর দুই ছেলে বিবেকানন্দ পার্কের কাছে চা খেতে গিয়েছিলেন। ফেরার সময় ওই দুর্ঘটনা ঘটে। লেক কালীবাড়ির কাছে এই ঘটনা ঘটে বলে জানান তিনি।

মিতালিদেবী বলেন, ‘দু’টি গাড়ির মাঝখানে পড়ে ওই বৃদ্ধা থতমত খেয়ে যান। গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উনি পড়ে যান। আমার ছেলেরাই ওনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসএসকেএম হাসপাতালে কিছু পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। বড় ছেলে সকাল থেকে ওখানেই ছিল। ওনার পরিবারের লোকজনও সহযোগিতা করেছেন। আমার ছেলে ভালো গাড়ি চালাতে পারে। কাউকে ধাক্কা দেয়নি। আপাতত ও জামিনে মুক্তি পেয়েছে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর