“আজও সকলের হৃদয়ে থাকেন উত্তম কুমার”, মহানায়কের প্রয়াণ দিবসে টুইট করে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক : আজ ২৪ শে জুলাই। বাংলা ছায়াছবির মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস। ১৯৮০ সালের আজকের দিনে সবাইকে কাঁদিয়ে চিরতরে নীল আকাশে বিলীন হয়ে যান বাঙালির ম্যাটেনি আইডল উত্তম কুমার। আজ তাঁর ৪২ তম মৃত্যু দিবসে টুইট করে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন,”মহানায়ক উত্তম কুমারের ৪২ তম মৃত্যুবার্ষিকীতে আমার বিনম্র শ্রদ্ধা। দেশের ম্যাটেনি আইডলদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন। আজও তিনি আমাদের হৃদয়ের মধ্যে বসবাস করেন।”

প্রসঙ্গত বাংলা চলচ্চিত্রে উত্তম কুমার একজন মহিরুহর নাম। পঞ্চাশের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা চলচ্চিত্রে একচ্ছত্র রাজ করেছেন তিনি। তার মত আবেদন, সহজ অভিনয় শৈলী, বাংলা চলচ্চিত্রে আগে দেখা যায়নি। এমনকি দর্শকদের মতে, মৃত্যুর এতগুলো বছর পরেও উত্তম কুমারের মতো কোনো ব্যক্তিত্বকে বাংলা ছবি আবিষ্কার করতে পারেনি।

উত্তম কুমারের সাথে সুচিত্রা সেনের চির রোমান্টিক জুটি যুগের পর যুগ ধরে ভরসা জুড়িয়েছে নবীন প্রেমিক প্রেমিকাদের। এছাড়াও সাবিত্রী চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী, শর্মিলা ঠাকুর প্রমূখ বরেণ্য শিল্পীদের সাথে কাজ আজও তাকে খ্যাতির চূড়ায় রেখে দিয়েছে। হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, কিশোর কুমারের গান তার লিপে আলাদাভাবে জায়গা করে নিয়েছিল।

১৯৮০ সালে ওগো বধূ সুন্দরী ছবির শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উত্তম কুমার। এরপর কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হলে সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বাঙালির চিরকালের মহানায়ক। মাত্র ৫৩ বছর বয়সে বিশ্ব বাঙালির কাছ থেকে বিদায় নেন বাঙালির চিরকালের চিরসবুজ মহানায়ক উত্তম কুমার।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর