কলকাতা থেকে এক বাসেই সোজা উত্তরবঙ্গ! ১২ রুটে ৩৮ বাস, কবে থেকে চালু, কত ভাড়া?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: পাহাড় প্রেমী পর্যটকদের জন্য উত্তরবঙ্গ মানেই স্বর্গ। কিন্তু এখন পুজোর আগে এই পিক টাইমে অধিকাংশ ট্রেনের টিকিটই বুকিং হয়ে গিয়েছে। কিন্তু তাই বলে কি আর পাহাড় ঘুরতে যাওয়া ক্যান্সেল করা যায়? তাই এক্ষেত্রে উত্তরবঙ্গ প্রেমীদের জন্য অন্যতম সেরা বিকল্প হল বাস পরিবহন ব্যবস্থা। এবার একসাথে মোট ৩৮ টি নতুন বাস পেতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। যার মধ্যে থাকবে মোট তিনটি নতুন বাস।

জানা যাচ্ছে, আলিপুরদুয়ার ডিপো থেকে এই বাস গুলি আগামী দুই-একদিনের মধ্যেই পথে নামবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় নিজে এসে এই খবর জানিয়ে গিয়েছেন আলিপুরদুয়ার ডিপোতে। সব ঠিক থাকলে আলিপুরদুয়ার-কলকাতার রকেট বাস সার্ভিস আগামী সপ্তাহ থেকেই  চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান।

শুধু তাই নয়, এছাড়াও আসছে  ৩০টি নতুন সি এন জি (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস) বাস। এর মধ্যে ২টি নতুন সি এন জি বাস ইতিমধ্যেই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছে। এছাড়াও  ১২টি নতুন রকেট বাস আনছে সংস্থা। এর মধ্যে পাঁচটি নতুন রকেট বাস ইতিমধ্যেই শিলিগুড়ির সেন্ট্রাল বাস টার্মিনাসে পৌছে গেছে। চলে আসবে বাকি সাতটি নতুন রকেট বাসও।

আরও পড়ুন: বিনা টিকিটের যাত্রী ধরেই লক্ষ্মীলাভ! শিয়ালদা ডিভিশনে ১০ দিনের চেকিং ড্রাইভ, চমকে দেবে পূর্ব রেলের আয়

জানা যাচ্ছে বি এস ৬ মডেলের সি এন জি বাসগুলোতে থাকবে নানান উন্নত পরিষেবা। আধুনিক মানের  এই বাসগুলোতে থাকবে সেন্সর, প্যানিক বোটন, ফায়ার এলার্ম, স  সিসিটিভি ক্যামেরাও। তবে আধুনিক রকেট বাসগুলোতে চার্জিং পয়েন্ট, পুশ ব্যাক সিট, স্টাডি লাইট, উইনডো শেড-সহ থাকবে উন্নতমানের একাধিক পরিষেবা।

এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় আলিপুরদুয়ার ডিপো পরিদর্শনে এসে ডিপোর কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি জানান, ‘টানা তিন মাস আমাদের বিভিন্ন রুটের বাস নির্বাচনের কাজে থাকায় যাত্রী পরিষেবা ব্যহত হয়েছে। আমরা আবার যাত্রী পরিষেবা স্বাভাবিক করছি। শুধু তাই নয় আমরা নতুন ৫০টি রুটে বাস চালিয়েছিলাম। ওই ৫০ রুটের মধ্যে ৩০ থেকে ৩৫ টি রুটে আমাদের বাস লাভজনকভাবে চলছে। বাকি ১০ থেকে ১৫ টি রুটে আমাদের ক্ষতি হচ্ছে। সেই সব রুটগুলোতে আমরা কিছু বিকল্প ভাববো। সেই সব রুটগুলোকে লাভজনক করে তুলতে হবে। আগামী মঙ্গলবার সামগ্রিক বিষয়ে আলোচনা করতে আমরা বৈঠকে বসছি।’

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X