তীব্র গরমে নাজেহাল দশা! দক্ষিণবঙ্গের ১১ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, বৃষ্টি কবে? বড় আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ বৃষ্টির দেখা নেই! তীব্র গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। প্রখর রোদে দু’মিনিট বাইরে দাঁড়ালেই যেন ঝলসে যাচ্ছে শরীর! স্বস্তির বৃষ্টি (Weather Update) কবে হবে আপাতত সেই দিকেই তাকিয়ে প্রত্যেকে। এই আবহে এবার বৃষ্টি (Rain) নিয়ে সুখবর শোনালো হাওয়া অফিস (Weather Office)।

বুধবার দক্ষিণবঙ্গের (South Bengal) ১১টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। কিছু কিছু জেলায় আবার বইতে পারে লু। সকাল ১১টা থেকে বিকেল ৪টে অবধি বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ১১টি জেলার পাশাপাশি কলকাতাতেও (Kolkata) তাপপ্রবাহে সম্ভাবনা রয়েছে। আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমী হাওয়ার কারণে তাপমাত্রা বাড়তে পারে। আগামী রবিবার অবধি তীব্র গরম এবং এই অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। দক্ষিণবঙ্গে তীব্র গরম বজায় থাকলেও উত্তরবঙ্গে (North Bengal) কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ ‘সবচেয়ে দুঃখ লাগে…’! ভোটের মুখে প্রথমবার RSS নিয়ে প্রতিক্রিয়া দিলেন মমতা, চারিদিকে শোরগোল

মালদহ উত্তর এবং দক্ষিণে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, আগামী ৩ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রাও ২-৩ ডিগ্রি বাড়তে পারে। তবে এসবের মাঝেও উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ১৮ এপ্রিল তথা বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজতে পারে কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং এবং জলপাইগুড়ি। ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। সেই সঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে।

rain forecast in north bengal weather update

এদিকে পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ওড়িশা এবং তার সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। বিহার এবং ঝাড়খণ্ডের কিছু অংশেও এক চিত্র দেখা যেতে পারে। এদিকে কেরল, গুজরাত, কর্ণাটক, তামিলনাড়ুতেও গরম থাকতে পারে বলে খবর। তাপমাত্রার পারদ ৪২-৪৪ ডিগ্রির মধ্যে রয়েছে। সব মিলিয়ে, এই তীব্র গরম থেকে মুক্তি দিতে স্বস্তির বৃষ্টি কবে হয় সেদিকেই এখন নজর সকলের।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর