বাংলা হান্ট ডেস্কঃ কখনও রোদ, কখনও আবার মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। শরৎ কাল শুরু পড়তে না পড়তেই শুরু হয়ে গিয়েছে রোদ-বৃষ্টির খেলা। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জায়গায় তুমুল বৃষ্টি হলেও বৃহস্পতিবার থেকে খানিকটা বদলেছে আবহাওয়া। ফের একটু একটু করে বাড়তে শুরু করেছে গরম। তবে রবিবার বাংলার একাধিক জেলায় বর্ষণ হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই ১২টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Weather Update)।
আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)?
আগস্ট মাসে বাংলা জুড়ে ভালোই খেল দেখিয়েছে বর্ষা। মাস শেষের আগে অবশ্য বৃষ্টির দাপট খানিকটা কমেছিল। গত ৪৮ ঘণ্টায় রোদের তেজও বেশ বেড়েছে। তবে সেপ্টেম্বর মাস পরতেই ফের দাপট দেখাতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ (South Bengal), আজ বাংলার মোট ১২টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
- কোন কোন জেলায় জারি সতর্কতা?
আইএমডি সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের (South Bengal Weather) ৬টি জেলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে দুর্যোগের আশঙ্কা রয়েছে। তবে কলকাতার জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি।
আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডের মাঝেই শিরোনামে সিঙ্গুর! কৃষকরা যা করলেন…। ফাঁস হতেই তোলপাড়
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal Weather) ৬টি জেলাতেও হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
জানা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হয়েছে। রবিবার থেকে সেটিই বাংলায় খেল দেখাতে শুরু করেছে। এর প্রভাবেই আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ১২টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের ওই ৬টি জেলা বাদে কলকাতা সহ বাকি জেলায় আপাতত ভারী বৃষ্টিপাতের (Rainfall Alert) সম্ভাবনা নেই।
শনিবার বিকেল থেকেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়া বদলের পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী মৎসজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়। এবার রবিবারের জন্য বাংলার ১২টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের (South Bengal Weather) সতর্কতা জারি করা হল।