কলকাতার পার্কে বসে করলে জেল,আসছে আইন

বাংলা হান্ট ডেস্ক :সাম্প্রতিক পরিবেশের উপর বিভিন্ন উপায়ে নজর দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যে শহরে আরও অধিক মাত্রায় গাছ লাগানোর জন্য প্রক্রিয়া শুরু হয়েছে।

সেই পরিপ্রেক্ষিতে আরোএক পদক্ষেপ কলকাতা এবং শহরতলীর যতো পার্ক আছে সেখানে ধূমপান করতে পারবেন না অর্থাৎ পার্কের মধ্যে যদি কেউ ধূমপান করে তাহলে তার জেল হতে পারে।Screenshot 2019 0728 202833

গতকাল কলকাতা পৌরসংস্থার মেয়র পরিষদ দেবাশীষ কুমার জানিয়েছেন তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে নাগরিকদের সচেতন করবেন, যাতে কেউ পার্কের মধ্যে ঢুকে অবাধে ধূমপান না করতে পারে। তিনি আরো জানিয়েছেন ধূমপান করার ফলে পরিবেশের যেমন ক্ষতি হয় তেমনি ছোট ছোট শিশুদের ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই এবার থেকে আর ধূমপান করা যাবে না কলকাতার কোন পার্কে।

সূত্রে জানা যাচ্ছে সিসিটিভি এবং সিভিল ভলেন্টিয়ার রাখা হবে যদি কেউ লুকিয়ে ধূমপান করে তাহলে মোটা অঙ্কের জরিমানা করছেন হবে। ইতিমধ্যে এই নিয়ে একটি আইন প্রকাশ পাবে বলে জানা যাচ্ছে। শহরের ধূমপান নিষিদ্ধ আরো পরিবেশ প্রেমিক মানুষদের উপযুক্ত হবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় কবে থেকে এই অভিনব উদ্যোগ চালু হয়। এর ফলে শহর আরো সবুজ হবে পরিবেশ রক্ষা পাবে।Screenshot 2019 0728 202859

কলকাতা পৌরসংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের বিভিন্ন প্রান্তের মানুষ। কলকাতা উত্তর এবং দক্ষিণ একাধিক পার্ক গুলোতে বিশেষ করে নজরদারি চালানো হবে যেখানে বড় বড় উদ্যান রয়েছে সেখানে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হচ্ছে ধূমপান।

সাম্প্রতিক শহর ধূমপান নিষিদ্ধ করা হয়েছিল বেশ কয়েক বছর আগে কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি শহরে রাখুন আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকে ধূমপানের উচ্ছিষ্ট বস্তু এবং শহরে প্রকাশ্যে ধূমপান হসপিটাল স্কুল কলেজের সামনে ধূমপানের দোকান বসেছে। এখন দেখার বিষয় পৌরসভা এই বিষয়ে কোন পদক্ষেপ নেয় কিনা তাহলে কিছুটা হলেও ধূমপান মুক্ত শহর হবে।

Screenshot 2019 0728 202953এতে পরিবেশ বাঁচবে এবং সাধারণ প্রতিটি মানুষের জীবন যাপনের রুপরেখা ও পাল্টাবে। বিশ্বের উন্নত দেশগুলোতে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। শহর কলকাতায় ধুমপান কতটা ঢুকতে পারে প্রশাসন সেই দিকে তাকিয়ে নাগরিক সমাজ।


Udayan Biswas

সম্পর্কিত খবর