বাংলাহান্ট ডেস্ক : বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আর তার প্রভাব দ্রুতই পড়তে পারে ভারতের বাজারেও। বিশেষজ্ঞদের ধারণা সেই কারণে আবার বৃদ্ধি পেতে পারে পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel Fuel) দাম। আজ দেশের চারটি বড় মেট্রো শহরে জ্বালানির দাম কত জেনে নেওয়া যাক।
দেশের অধিকাংশ জায়গায় চলতি বছরের মার্চ মাস থেকে অপরিবর্তিত রয়েছে জ্বালানির দাম। নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার জ্বালানির দাম লিটারে 2 টাকা হ্রাস করে। তার আগে কেন্দ্রীয় সরকার ও বেশ কিছু রাজ্য সরকার জ্বালানি কর কম করায় 2022 সাল থেকে মোটামুটি স্থিতিশীল ছিল পেট্রোল ও ডিজেলের দাম।
আরোও পড়ুন : একটানা ১০ দিন! বাতিল হাওড়ায় ৩০০টির বেশি লোকাল, ফের একবার চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা
তবে সম্প্রতি উচ্চ বিক্রয় করের জন্য কর্ণাটক সরকার পেট্রোল ও ডিজেলের দাম লিটারে তিন টাকা করে বৃদ্ধি করেছে। আজ মুম্বাইতে এক লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 104.21 টাকায়। সেখানে ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার 92.15 টাকায়। দিল্লিতে আজ এক লিটার পেট্রোলের দাম 94.72 টাকা। রাজধানীতে আজ ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার 87.62 টাকায়।
আরোও পড়ুন : দুর্নীতি ইস্যুর মাঝেই বিপুল শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার, কাদের খুলল কপাল?
শহর কলকাতায় আজ ১ লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 103.94 টাকায়। আজ প্রতি লিটার ডিজেল কলকাতায় বিক্রি হচ্ছে 90.76 টাকায়। লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম চেন্নাইতে যথাক্রমে 100.85 টাকা ও 92.43 টাকা। বলে রাখা ভালো প্রতিদিন সকাল ছটায় পরিবর্তিত হয় জ্বালানির দাম। তারপর সংস্থাগুলির পক্ষ থেকে প্রকাশিত করা হয় নতুন দাম।
আবগারি শুল্ক, ডিলার কমিশন, ভ্যাট এবং অন্যান্য হিসাব যোগ করার পর পেট্রোল ও ডিজেলের দাম দ্বিগুণ হয়ে যায়। দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোল ও ডিজেলের দাম ভিন্ন হওয়ার একাধিক কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম মালবাহী চার্জ, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং স্থানীয় কর ইত্যাদি।