বাংলাদেশ কাণ্ড নিয়ে পোস্ট? এবার আসতে পারে পুলিশের ফোন! বিপদে পড়ার আগে জানুন

বাংলা হান্ট ডেস্কঃ আন্দোলনের জেরে বর্তমানে উত্তাল বাংলাদেশ। শেখ হাসিনার পদত্যাগের পর সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয়েছে নোবেলজয়ী মহম্মদ ইউনুসকে। সমাজমাধ্যম খুললেই ওপার বাংলা নিয়ে চোখে পড়ছে নানান পোস্ট। আপনিও যদি এই নিয়ে কিছু পোস্ট করে থাকেন তাহলে একটু সতর্ক হয়ে যান। কারণ এবার এই নিয়ে কড়া নজরদারি শুরু করেছে লালবাজার। একটু এদিক ওদিক হলেই আসতে পারে কলকাতা পুলিশের (Kolkata Police) ফোন।

বাংলাদেশ কাণ্ড নিয়ে কলকাতা পুলিশের (Kolkata Police) কড়াকড়ি!

রবিবার থেকে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেদিনই এই নিয়ে কোনও বিভ্রান্তিমূলক পোস্ট না করার অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দায়িত্বশীল নাগরিকের মতো আচরণ করার পরামর্শ দিয়েছিলেন তিনি।

   

মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই বার্তা দেওয়ার পরেই কলকাতা পুলিশের তরফ থেকে সমাজমাধ্যমে নজরদারি শুরু হয়। বাংলাদেশ কাণ্ডে (Bangladesh Crisis) অত্যন্ত কড়া অবস্থান নিতে দেখা যাচ্ছে তাদের। জানা যাচ্ছে, সোমবার থেকে প্রায় ২০০ থেকে ২৫০ জন নেটাগরিককে ফোন করে এই বিষয়ে সতর্ক করা হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ খাস কলকাতায় ED হানা! কয়েকশো কোটির প্রতারণা! কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে কে?

ফোন করার পাশাপাশি বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে ছবি, ভিডিও মুছে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর। বর্তমানে সমাজমাধ্যম খুললেই বাংলাদেশের নানান দৃশ্য চোখে পড়ছে। হু হু করে তা ভাইরাল হচ্ছে নেটপাড়ায়। ওপার বাংলার অশান্তির আঁচ যাতে কোনও ভাবে এপারে না এসে পৌঁছয় সেই বিষয়ে শুরু থেকেই তৎপর নবান্ন।

Kolkata Police Bangladesh crisis

মঙ্গলবার এই নিয়ে স্বরাষ্ট্র সচিব, মুখ্যসচিব এবং ডিজিকে নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্তরক্ষা বাহিনী পাহাড়া দিলেও সেখানে যাতে কোনও রকম অশান্তি না ছড়ায় সেই বিষয়কে পুলিশকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। অন্যদিকে কলকাতা পুলিশের (Kolkata Police) তরফ থেকে বাংলাদেশ সংক্রান্ত পোস্টের দিকে কড়া নজরদারি শুরু করে দেওয়া হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর