বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে শেষ হতে চলল ২০২৪। এই বছরকে বিদায় জানিয়ে এবার ২০২৫-কে স্বাগত জানানোর পালা। ইতিমধ্যেই বড়দিন, বর্ষবরণের (New Year) আনন্দে মেতে উঠেছেন বহু মানুষ। এই আবহে আবার রাজ্যে একের পর এক জঙ্গি ধরা পড়েছে। সেই কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করতে চলেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।
বর্ষবরণের আবহে বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের (Kolkata Police)!
সম্প্রতি রাজ্য থেকে একাধিক জঙ্গি ধরা পড়ার খবর সামনে এসেছে। ইতিমধ্যেই বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ক্যানিং থেকে আবার গ্রেফতার করা হয়েছে এক কাশ্মীরি জঙ্গিকে। স্বাভাবিকভাবেই বাংলাকে ঘিরে কোনও নাশকতার পরিকল্পনা চলছে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। এই আবহেই আবার বর্ষশেষের উৎসব! তাই বাড়তি সতর্কতা অবলম্বন করছে কলকাতা পুলিশ।
জানা যাচ্ছে, শহর কলকাতার গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নজরদারির জন্য সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে। অ্যালেন স্ট্রিট, পার্ক স্ট্রিট, বউবাজার অঞ্চলের পানশালাগুলিতেও কলকাতা পুলিশের (Kolkata Police) কড়া নজর থাকবে বলে খবর। এছাড়াও জানা যাচ্ছে, মার্কুইজ স্ট্রিটের হোটেলগুলিতেও লালবাজারের তরফ থেকে অতিরিক্ত নজর রাখা হবে।
আরও পড়ুনঃ ‘রাজ্যের এখনও…’! পার্থদের জামিনের আর্জি খারিজ! বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের
বর্ষশেষের আবহে শহরকে (Kolkata) নিরাপত্তায় মুড়ে ফেলতে প্রত্যেকটি থানা এবং ট্র্যাফিক পুলিশকে নাকা তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক বছর বড়দিন, বর্ষবরণের আবহে পার্ক স্ট্রিটে মানুষের ঢল নামে। এবার সেখানে সিসিটিভি ক্যামেরা সংখ্যা বাড়ানো হয়েছে বলে খবর। এছাড়া জানা যাচ্ছে, পার্ক স্ট্রিটকে বেশ কয়েকটি জোনে ভাগ করা হবে। একজন করে ডিসি-কে প্রত্যেকটি জোনের দায়িত্বে রাখা হবে। ডিসির নেতৃত্বে থাকবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ইনস্পেক্টর র্যাঙ্কের পুলিশ। সূত্র মারফর খবর, ওয়াচ টাওয়ার থেকে নজরদারি নিশ্ছিদ্র করার নির্দেশ প্রদান করা হয়েছে। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে পুলিশের তরফ থেকে নিরাপত্তার ব্লু প্রিন্ট গঠন করা হয়েছে বলে খবর।
জানা যাচ্ছে, বড়দিন, বর্ষবরণের আবহে কলকাতা পুলিশের (Kolkata Police) স্পেশ্যাল ফোর্স মোতায়েন করা হচ্ছে। ময়দান, ভিক্টোরিয়া, মিলেনিয়াম পার্কে কলকাতা পুলিশের উইনার্স টিম টহল দেবে বলে খবর। এছাড়া বর্ষবরণের রাতে কলকাতায় কারা আসছেন সেটাতেও নজর রাখবে পুলিশ। কন্ট্রোল রুম থেকে নজরদারি করবেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।