বাংলা হান্ট ডেস্ক: কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের ফের একবার সাফল্য, জালনোট সহ গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। কলকাতা পুলিশ দাবি জানিয়েছেন ধৃত ব্যক্তি দক্ষিণ ভারতের জালনোট চক্রের পাণ্ডা। গোয়েন্দারা ধারণা করেছে যে, জালনোট পাচারকারী এই চক্র কলকাতা থেকে জালনোট নিয়ে দক্ষিণ ভারতে পাচার করেন। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ লাখ ৮০ হাজার টাকার জালনোট।
গোপন সূত্রে খবর পাওয়ার দরুন গত রাত আটটার সময়, শিয়ালদা স্টেশন লাগোয়া বেলেঘাটা রোড থেকে পুলিশ প্রথমে আটক করে দক্ষিণ ভারতীয় জালনোট পাচারকারী চক্রের ওই পাণ্ডাকে। জিজ্ঞাসাবাদে জানা গেছে তার নাম রাজু ভি। তিনি তামিলনাড়ুর কাঞ্চিপুরমের বাসিন্দা। জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করে রাত দশটা নাগাদ গ্রেফতার করা হয় রোগীকে। সাথে সাথে উদ্ধার হয় 2 হাজার টাকার ১৪০টি নোট। পুলিশ ধারণা করছে যে মালদা জেলা থেকে রপ্তানি করে কলকাতায় আনা হয়েছিল এই জাল নোট। এবং এর জালনোট গুলি হাতবদল হয় শিয়ালদা স্টেশনেই। ঘটনাচক্রে এর পরেই ধরা পড়ে যান এই ব্যক্তি। তবে জালনোট ওই ব্যক্তির হাতে তুলে দিয়ে গা ঢাকা দিয়েছে পাচারচক্রের ক্যারিয়ার।
এই ঘটনায় পুলিশ জানিয়েছে যে সাধারণভাবে মালদা থেকে জালনোট পাচার করে আনা হয় কলকাতায়। পাচার হওয়ার পর দেশের বিভিন্ন জায়গায় এই জাল নোট গুলো ছড়িয়ে দেওয়া হয়। এটাই এই জালনোট চক্রের কাজ করার পদ্ধতি। অতীতেও এমন বহু ঘটনা নজরে এসেছে পুলিশের। গত মে মাস পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যের জালনোট চক্র যেগুলো কলকাতায় ধরা পড়েছিল তারা মূলত বিহার, উত্তরপ্রদেশের বাসিন্দা। বর্তমানে দক্ষিণ তামিলনাড়ুর নামও এর সাথে যুক্ত হলো। দক্ষিণ ভারতের ওই দুই বাসিন্দাকে কলকাতার শহীদ মিনার চত্বর থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় দু’লাখ টাকার জাল নোট।