বাংলা হান্ট ডেস্কঃ আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। সেই মতো আজ কলকাতার রেড রোডে আয়োজিত হবে দুর্গাপুজো কার্নিভাল। একইদিনে আবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে ডাক্তারদের তরফ থেকে দ্রোহ কার্নিভালের ডাক দেওয়া হয়েছে। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে এই কার্নিভালের ডাক দেওয়া হয়েছে। একইদিনে দুই কর্মসূচি। জানা যাচ্ছে, অশান্তির আশঙ্কা করছে কলকাতা পুলিশ (Kolkata Police)।
মঙ্গলবার সকালেই জারি নয়া বিজ্ঞপ্তি (Kolkata Police)
বিগত কয়েক বছর ধরে দুর্গাপুজোর পর কার্নিভালের (Durga Puja Carnival) আয়োজন করছে রাজ্য সরকার। কলকাতার পাশাপাশি রাজ্যের নানান জেলায় এই কার্নিভাল আয়োজিত হয়। বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর তরফ থেকে ‘কালচারাল হেরিটেজ’ তকমা পাওয়ার পর থেকেই এই কার্নিভাল শুরু হয়েছে। তবে চলতি বছর ব্যাপারটা আলাদা। এবার পুজোর মধ্যে মিশে রয়েছে বিষাদের সুর।
গত আগস্ট মাসে আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ধর্ষণ খুনের ঘটনার রেশ এখনও পুরোপুরি কাটেনি। সেই ঘটনার প্রতিবাদেই আজ দ্রোহ কার্নিভালের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। তবে একইদিনে দুই কর্মসূচি হওয়ায় অশান্তির আশঙ্কা করছে কলকাতা পুলিশ (Kolkata Police)। সেই কারণে আজ সকালেই জারি করা হয়েছে নয়া বিজ্ঞপ্তি।
আরও পড়ুনঃ বাড়তে চলেছে ন্যূনতম পেনশন! কতটা লাভ হবে? এবার বিরাট পদক্ষেপের পথে সরকার
আজ অশান্তি এড়ানোর জন্য ধর্মতলার আশেপাশে জমায়েত নিষিদ্ধ করে দেওয়া হল। আজ সকালে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে অন্তত ৭টি জায়গায় জমায়েত নিষিদ্ধ করার কথা বলেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা (Manoj Verma)। ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হল বলে জানানো হয়েছে।
দুর্গাপুজো কার্নিভালের দিন চিকিৎসকদের ডাক দেওয়া এই দ্রোহ কার্নিভাল প্রত্যাহার করার অনুরোধ করেছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। গতকাল উল্টে তাঁকেই এই কর্মসূচিতে আমন্ত্রণ জানিয়ে আসেন বৈঠকে অংশগ্রহণকারী ডাক্তারদের সংগঠন। এই আবহে এবার রেড রোডে অশান্তির আশঙ্কা করছে কলকাতা পুলিশ (Kolkata Police)। সেই কারণে বেশ কয়েকটি রাস্তায় জমায়েত নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয়েছে।
কলকাতার পুলিশ কমিশনারের বিজ্ঞপ্তি অনুসারে, রানী রাসমণি রোড, নিউ রোড, ওয়াই চ্যানেল, আউটরাম রোড, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, স্ট্র্যান্ড রোড, কুইনস ওয়ে-র বেশ কিছু রাস্তায় জমায়েতে ‘না’ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদে বলা হয়েছে।