বাংলা হান্ট ডেস্কঃ যে পুলিশের কাঁধে গোটা শহরের মানুষকে রক্ষা করার দায়িত্ব থাকে, সেই পুলিশই ভক্ষকের চেহারায় ধরা পড়লে এর থেকে ভয়ংকর কিছু হতে পারে না আর এবার এহেন ঘটনার সাক্ষী থাকলো মহানগরী। এক ব্যবসায়ীকে প্রথমে অপহরণ এবং পরবর্তীতে কোটি টাকা ডাকাতির ঘটনায় গ্রেফতার হল কলকাতা পুলিশেরই (Kolkata Police) ১ কনস্টেবল।
এই ঘটনায় অতীতেও আরো এক পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয় আর এবার দেবাশিস দাস নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করার মাধ্যমে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। উল্লেখ্য, সল্টলেকের একটি আবাসন থেকে অভিযুক্ত কনস্টেবলকে গ্রেফতার করে পুলিশ।
গত জুন মাসে কসবার এক ব্যবসায়ীকে অপহরণ করার ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। এক্ষেত্রে পুলিশ সেজে কয়েকজন দুষ্কৃতী ব্যবসায়ীটিকে প্রথমে গাড়িতে তুলে নিয়ে যায় এবং পরবর্তীতে তার কাছ হতে ১.২৫ কোটি টাকা ভর্তি একটি ব্যাগ লুট করা হয়। এরপর ওই ব্যবসায়ীকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয় অভিযুক্তরা।
ঘটনার তদন্ত করতে নেবে অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরবর্তীতে তাদেরকে জেরা করার মাধ্যমে অমিয় উপাধ্যায় নামে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়। মালদহের বাসিন্দা ওই পুলিশ কর্মী ইতিমধ্যেই জেলে রয়েছে আর তাকে জেরা করার মাধ্যমে সম্প্রতি বড়সড় তথ্য হাতে পায় পুলিশ।
শুধু তাই নয়, একইসঙ্গে এ দিন দেবাশিস দাসকে গ্রেফতার করার পাশাপাশি লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে বলে খবর। পুলিশের দাবি, অভিযুক্ত কনস্টেবল দেবাশিস দাস দুষ্কৃতীদের পুলিশ সেজে অপহরণ এবং লুট করার কৌশল শেখাত। ইতিমধ্যেই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চলেছে পুলিশ। এক্ষেত্রে আরো একাধিক নয়া তথ্য সামনে আসবে বলেই অনুমান তাদের।