একই ঘটনার পুনরাবৃত্তি হলেই…, ‘নেটওয়ার্ক’ শক্তিশালী করার বার্তা, অ্যাকশন মুডে সিপি মনোজ ভার্মা

বাংলা হান্ট ডেস্কঃ প্রকাশ্যে কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে প্রাণে মারার চেষ্টার ঘটনার পর থেকে রাজ্যজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এমনিতেই বিগত কয়েক মাস ধরে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। বিশেষ করে আরজিকর কান্ডের পর থেকে রাজবাসীর ব্যাপক ক্ষোভের মুখে পড়েছিল কলকাতা পুলিশ।

‘নেটওয়ার্ক’ শক্তিশালী করার নির্দেশ দিলেন মনোজ ভর্মা (Manoj Verma)

রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে নিন্দায় সরব হয়েছিল নানা মহল। স্লোগান উঠেছিল ‘রক্ষকই ভক্ষক’! সে সময় ব্যাপক বিতর্কে জড়িয়েছিল টালা থানা। আন্দোলনকারীদের ব্যাপক চাপে পড়ে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনারকে সরাতে বাধ্য হয়েছিল নবান্ন। পরবর্তীতে তাঁর পদে এসে যোগ দেন মনোজ ভার্মা (Manoj Verma)।

সম্প্রতি সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনার পর ইন্টেলিজেন্স নেটওয়ার্ককে জোর দিতে নির্দেশ দিয়েছেন তিনি (Manoj Verma)। শনিবার সমস্ত থানার ওসি এবং গোয়েন্দা দপ্তরকে নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। সেই বৈঠকেই কড়া নির্দেশ জারি করেছেন কলকাতা পুলিশ কমিশনার। তিনি জানিয়েছেন সমস্ত থানাকে এবার থেকে ময়নাতদন্তের জন্য চালান শুরু করতে হবে।

আরও পড়ুন: ‘কাশ্মীরে ৩৭০ ফিরবে না’, মহারাষ্ট্রের বিজয় মঞ্চ থেকে ঝাঁঝালো জবাব মোদীর, বিঁধলেন কংগ্রেসকেও

তাই এবার থেকে অস্বাভাবিক মৃত্যুর পর দেহ মর্গে পাঠানোর সময় চালান কাটা বাধ্যতামূলক। একইসাথে এদিনের অপরাধ বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন, নিজেদের এলাকার সন্দেহভাজন দের উপর নজরদারি আরো কড়া করতে হবে। নেটওয়ার্ক ভালো করার নির্দেশ দিয়ে কলকাতা পুলিশের নগরপাল এদিন  জানিয়েছেন কসবার ঘটনার পুনরাবৃত্তি রুখতে ডিডি অর্থাৎ গোয়েন্দা দপ্তরের অফিসারদের আরও বেশি সক্রিয় হতে হবে।

Manoj Verma

এলাকায় নজরদারি আরও জোরদার করতে হবে। অস্ত্র কারবারি ও সরবরাহকারীদের চিহ্নিত করে ধরপাকড় বাড়াতে হবে। এলাকায় নজরদারি আরও জোরদার করতে হবে।পাশাপাশি শহরের অস্ত্র কারবারি ও সরবরাহকারীদের চিহ্নিত করে ধরপাকড় বাড়াতে হবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর