বাংলা হান্ট ডেস্কঃ সামনেই রয়েছে রামনবমী (Ram Navami)। দেশের অন্যান্য রাজ্যগুলির মতই ইদানিং পশ্চিমবঙ্গেও এই রামনবমী ঘিরে উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। রামনবমী উপলক্ষ্যে এবছর ‘এক কোটি হিন্দুকে’ রাস্তায় নামানোর ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে খড়গপুরের ঐতিহ্য মেনে অস্ত্র নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর এবার রামনবমীর আগে কড়া সতর্কবার্তা জারি করল কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma)।
রামনবমীর (Ram Navami) দিন অস্ত্র নিয়ে বেরলে কী হবে?
রামনবমী (Ram Navami) উপলক্ষে কলকতার যে সমস্ত জায়গায় মিছিল বেরোতে পারে সেই সমস্ত জায়গা নিজের চোখে পরিদর্শন করেছেন তিনি। যার মধ্যে অন্যতম গার্ডেনরিচ থেকে শুরু করে তিলজলার মতো জায়গাগুলি। রামনবমীর আগে তাঁর স্পষ্ট বার্তা অস্ত্র নিয়ে রাস্তায় বেরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একইসাথে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, এই সমস্ত জায়গা থেকে কেউ যদি অশান্তি ছড়ানোর চেষ্টা করেন তাহলে পুলিশ তার আগে থেকেই সতর্ক থাকবে।
আরও পড়ুন: ‘কোনও পুলিশের দরকার নেই’! রামনবমীর আবহে পুলিশের ছুটি বাতিল হতেই সরব দিলীপ
মনোজ ভার্মার কথায়, ‘কোনও রকম অশান্তি যাতে না হয় সেই চেষ্টাই করা হচ্ছে। কেউ যদি সেই চেষ্টা করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত পুলিশ ফোর্স থাকবে। সকলকে বলছি কেউ প্ররোচনায় পা দেবেন না। অস্ত্র নিয়ে বেরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ সবশেষে তিনি সতর্ক করে জানিয়ে দিয়েছেন, ‘কোনও অ্যাকশন নেওয়া হবে না, এই ভুল ধারণায় কেউ যেন না থাকেন।’
রামনবমীতে অস্ত্র মিছিল করলে যেমন অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে, তেমনই জানানো হয়েছে উৎসবে কেউ বাধা দিলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও সজাগ দৃষ্টি থাকবে সোশ্যাল মিডিয়াতেও। ইতিমধ্যেই হাওড়ার শ্যামপুর এলাকায় যে ধরনের প্ল্যাকার্ড তৈরি করে অশান্তির চেষ্টা করা হয়েছে, তার জন্য গ্রেফতারও করেছে পুলিশ। তাই রাম নবমীর দিন অশান্তি রুখতে এখন থেকেই বাড়তি তৎপরতা দেখাচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসন। এখন দেখার রাম নবমীর দিন রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কতটা সফল হয় পুলিশ।