ধর্মতলায় অমিত শাহের সভার অনুমতি দিল না পুলিশ! বড় পদক্ষেপ নিল নাছোড়বান্দা বিজেপি

বাংলা হান্ট ডেস্ক : ধর্মতলায় বিজেপির সভায় অমিত শাহকে (Amit Shah) আনতে চান বঙ্গ বিজেপির (BJP) কর্মকর্তারা। তবে আদৌ সেই সভা হবে কি না তা এখনও বিচারাধীন। কারণ সূত্র বলছে, ধর্মতলায় বিজেপির বঞ্চনা সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। আর তাই এবার বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) দ্বারস্থ হয়েছে রাজ্যের গেরুয়া শিবির। খবর, সোমবার দুপুর দুটো নাগাদ এই মামলার শুনানি হওয়ার পরেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

hm banner 1440x679

ধর্মতলায় আসছেন অমিত শাহ্

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি শীতে অর্থাৎ ডিসেম্বরে কলকাতার ব্রিগেডে আসবেন বিজেপি সুপ্রিমো নরেন্দ্র মোদী। তবে তার আগেই ধর্মতলায় একটি সভা করতে চায় রাজ্য বিজেপির নেতারা। সূত্রের খবর, রাজ্যের টাকা আটকে রাখা নিয়ে তৃণমূল যে আন্দোলন শুরু করেছে তার জন্যই এই সমাবেশের আয়োজন। আর এবার সেই সমাবেশে শাহের উপস্থিতি কামনা করছেন সকলে।

সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ

তবে পুলিশের তরফ থেকে অনুমতি না মেলায় বেশ সমস্যায় পড়েছে সুকান্ত মজুমদার-সহ শুভেন্দু অধিকারীর মতো বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। তবে বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হলে হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই বিষয়ে মামলা দায়ের করার অনুমতি দেন। উল্লেখ্য, এর আগে অক্টোবর মাসে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সভা রেখেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিবাদ হয়েছে দিল্লিতেও। আর তারই পালটা বিজেপি এই সভার ডাক দিয়েছে।

আরও পড়ুন : এবার বাংলাদেশেও প্রধান প্রতিপক্ষ দল তৃণমূল! ভোট ময়দানে নেমে বড় ঘোষণা মহাসচিবের

আদালতের দ্বারস্থ বিজেপি

জানিয়ে রাখি, প্রতি বছর ২১ জুলাই তৃণমূল যেখানে সভা করে, ঠিক সেখানেই অর্থআ ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে এই সমাবেশ করতে চায় বিজেপি। কিন্তু সেই সভার জন্য প্রয়োজনীয় অনুমতি দেয়নি পুলিশ। এছাড়াও অতীতেও রাজ্য বিজেপি এক বার ওখানে সভা করতে চাইলে পুলিশ অনুমতি দেয়নি। সেবারও আদালত থেকে সেই অনুমতি পেয়েছিল বিজেপি।

আরও পড়ুন : ‘সব্য বলেছিল জানিস আজ একটা আঙুল নড়েছে…’, ঐন্দ্রিলার মৃত্যুবার্ষিকীতে আবেগী সৌরভ

bjp flags getty images 1200x768

সমাবেশের অনুমতি পেলে সেখানে উপস্থিত থাকবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ‌। শাহর উপস্থিতি এই কর্মসূচিকে আরও ফলপ্রসূ করবে বলেই ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের। যদিও পুলিশ অনুমতি না দেওয়ায় খানিকটা অনিশ্চিত হয়ে রয়েছে সবকিছু। তবে এই মামলায় আদালতের নির্দেশে সভার অনুমতি পাবে বলেই আশা করছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর