বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েকদিন ধরেই ভুয়ো সরকারি আধিকারিকদের নিয়ে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। প্রথমে কসবায় দেবাঞ্জন দেব (Debanjan Deb) এবং পরে বেনিয়াপুকুর থেকে পুলিশের জালে ধরা পড়েন আসিফুল হক (Asiful Haq) নামের এক ব্যক্তি। স্বাভাবিকভাবেই এই ভুয়ো আধিকরিকরা নানাভাবে মানুষের সঙ্গে প্রতারণা করেন। যেমন জাল ভ্যাকসিন কান্ডে জড়িত ছিলেন দেবাঞ্জন দেব। আসিফুলের বিরুদ্ধে এখনও কোনো প্রতারণার প্রমাণ পাওয়া না গেলেও সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। এরইমধ্যে মানুষকে সচেতন করতে বার্তা দিল কলকাতা পুলিশ।
এদিন নিজেদের ফেসবুক পেজ থেকে জাল সরকারি আধিকারিক আসিফুল হকের পুরো ঘটনা সকলের সামনে তুলে ধরেন তারা। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, শেক্সপিয়ার সরণি এলাকায় বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল ইস্ট ট্রাফিক গার্ড। সেসময় সার্জেন্ট অভিষেক কুমার সিনহার নজরে পড়ে কালো কাঁচ লাগানো একটি লাল গাড়ি। তাতে রয়েছে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের স্টিকার, মাথায় নীল বাতি ছাড়াও রয়েছে ফ্ল্যাগ পোল বা ভারতীয় পতাকা দন্ড। কিন্তু গাড়ির মালিক আসিফুলকে কিছুক্ষণ জেরা করতেই অভিষেক বুঝতে পারেন, তার কথায় অসঙ্গতি রয়েছে। ভিজিল্যান্স কমিশনের অফিসার বলে তিনি নিজেকে যে পরিচয় দিচ্ছেন তিনি তা সঠিক নয়। তার পরেই তাকে বেনিয়াপুকুর থানায় আনা হয়।
https://www.facebook.com/278052055961814/posts/1240399229727087/?sfnsn=wiwspwa
কলকাতা পুলিশের তরফ থেকে এই ফেসবুক বিবৃতিতে আরও জানানো হয়েছে, বর্তমানে এই কেসের তদন্তভার রয়েছে বেনিয়াপুকুর থানার সাব-ইন্সপেক্টর সুমিত কুমার শর্মার হাতে। সরকারি আধিকারিক হিসেবে মিথ্যে পরিচয় দেওয়ার মামলা রুজু করা হয়েছে আসিফুলের বিরুদ্ধে। এর সাথে সাথেই আজ নিজেদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে সকলকে সুরক্ষিত এবং সতর্ক থাকার বার্তাও দেয় কলকাতা পুলিশ।
এই ঘটনার শিরোনামে লেখা ছিল “নকল হইতে সাবধান”। এই মুহূর্তে রাজ্যে একাধিক ভুয়ো আধিকারিকদের নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজনীতি। তবে এ ক্ষেত্রে প্রতারণা থেকে বাঁচতে সবথেকে প্রথম দরকার সতর্ক থাকা। আর সেই কারণেই এবার জনগণের উদ্দেশ্যে বার্তা দিলেন কলকাতা পুলিশের আধিকারিকরা।