বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় একুশের নির্বাচনে বিজেপির পক্ষে অন্যতম বড় হাইলাইট ছিল মহাগুরু মিঠুন চক্রবর্তীর দলে যোগদান। তার এই যোগদানে রীতিমতো আশাবাদী ছিল বিজেপি। যদিও ফল সেভাবে কিছু মেলেনি। গোটা বাংলা জুড়ে প্রচারের পরেও শেষ পর্যন্ত বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের একবার ক্ষমতায় ফিরেছে তৃণমূলই৷ তবে এবার নিজের বক্তব্যের জের এই আইনের মারপ্যাঁচে পড়লেন টলিউড তথা বলিউডের এই বিখ্যাত অভিনেতা। গত ৬ মে তার বিরুদ্ধে বাংলার হিংসায় উস্কানিমূলক মন্তব্য করার জন্য মামলা দায়ের করে বাংলা সিটিজেন্স ফোরাম।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৯ মার্চ প্রধানমন্ত্রীর হাত ধরে ব্রিগেডের সভা থেকে বিজেপিতে যোগদান করেন তিনি। আর তারপরেই নিজের সিনেমার এক বিখ্যাত ডায়ালগ দিয়ে শুরু হয় তার বক্তব্য। সভা থেকে তিনি বলেন “আমি বালি বোড়াও নই, জলঢোঁড়াও নই, আমি একটা কোবরা, এক ছোবলে ছবি।” তারি সিনেমার ডায়লগে এক সময় হলি তালি বাজাতো মানুষ। কিন্তু এবার সেই সংলাপের জন্যই পরিস্থিতি মুশকিল হয়ে উঠল মহাগুরুর জন্য। সারা বাংলা জুড়ে নিজের হিট সংলাপ শুনিয়েছিলেন মিঠুন। কখনো বা তার মুখে ছিল, “মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে।” কখনো বা অন্য কোন মারকাটারি সংলাপ।
কিন্তু সিনেমায় এই সংলাপ শুনে লোকে হাততালি বাজলেও মামলাকারীর দাবি, মিঠুনের এধরনের সংলাপের কারণেই রাজ্যে হিংসা শুরু হয়েছে। মৃত্যুও হয়েছে অনেকের। আর তারপরেই এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছিল শিয়ালদহ কোর্ট। ফলতো এবার মহাগুরুর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। বিচারকের নির্দেশ অনুযায়ী পয়লা জুনের মধ্যেই এ বিষয়ে নির্দিষ্ট রিপোর্ট দিতে হবে কলকাতা পুলিশকে। এখন আগামী কয়েকদিনের মধ্যেই মিঠুন চক্রবর্তীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে তারা। রাজ্য রাজনীতি এখন সরগরম নারদ কান্ড নিয়ে। ইতিমধ্যেই রাজ্যের চার হেভিওয়েট নেতাকে গ্রেপ্তার করেছে সিবিআই। এই মুহূর্তে হাউস অ্যারেস্ট হয়েছেন তারা। যার ফলে রীতিমতো অস্বস্তিতে ছিল তৃণমূল কংগ্রেস। এবার মিঠুন চক্রবর্তীর উপর এ ধরনের মামলা দায়ের হয় পাল্টা চাপ এল বিজেপির উপরেও অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।