নিউ আলিপুরের সাহাপুরের শীতলাতলা রোডের বাসিন্দা অরিন্দম চট্টোপাধ্যায়ের বাড়িতে পাইপ বেয়ে ওপরের দোতালায় ঢুকে চোর দুটি দামি মোবাইল ফোন এবং কয়েক হাজার নগদ টাকা চুরি করে।ধৃতের নাম শেখ রাখেশ। বাড়ি দক্ষিণ ২৪ পরগনায় দলারহাটে।
অরিন্দমবাবু ঘুম ভেঙ্গে যখন বুঝতে পারেন চোর ঢুকেছে, তখন তিনি বাড়ির সবাইকে ডাকে এবং ততক্ষণে চোর পালিয়ে যায়। চোর পালিয়ে যাবার সময় একপাটি জুতো ফেলে যায়।অরিন্দমবাবু মঙ্গলবার রাত আড়াইটায় চুরির অভিযোগ জানায় পুলিশকে। জুতোর সূত্র ধরে পুলিশ সঙ্গে সঙ্গে চারিপাশে শরীরে ছড়িয়ে যায়। নিউ আলিপুর এবং মাজেরহাট স্টেশন তারা তল্লাশি চালায়। ভোর তিনটে ১০ মিনিটে চোরকে হাতেনাতে পাকড়াও করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছেন, ভোরের নিউ আলিপুর স্টেশনে এক যুবককে এক পায়ের চপ্পল পড়ে থাকতে দেখে তাকেই ধরে পুলিশ। প্রথমে সে পুলিশকে নিজের সম্বন্ধে নানান ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে। পুলিশ তারপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি ফোন এবং নগদ টাকা পায় এবং বাড়ি থেকে ১৩ টি ফোন উদ্ধার করে