মন খারাপ? ভুগছেন অবসাদে? চিন্তা নেই, পাশে আছে কলকাতা পুলিশ! ডায়াল করুন এই হেল্পলাইন নম্বরে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আট থেকে আশি-সকলেই প্রতিদিন জীবনযুদ্ধে লড়াই করছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে অনেকের ক্ষেত্রেই নিজের জন্য আর সময় বের করা সম্ভব হচ্ছে না। সেই কারণে নিজের তো বটেই, এমনকি প্রিয়জনদেরও মন খারাপের প্রবণতা বাড়ছে! আর এই প্রচন্ড ব্যস্ততাই অনেক সময় ডেকে আনছে একাকীত্বের মত এক ভয়ঙ্কর সমস্যাকে। সেই একাকীত্বই যখন চরম পর্যায়ে পৌঁছায়, কথা শোনার মতো কেউ থাকে না, তখন গ্রাস করে মানসিক অবসাদ। এই অবসাদ থেকে মুক্তি দিতেই এবার জনসাধারণের পাশে রয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

মানসিক অবসাদগ্রস্তদের (Mental Depression) পাশে কলকাতা পুলিশ (Kolkata Police)

কলকাতা পুলিশের এই উদ্যোগকে অত্যন্ত মানবিক উদ্যোগ আখ্যা দিচ্ছেন সাধারণ মানুষ। এক্স হ্যান্ডেলে এই প্রসঙ্গে কলকাতা পুলিশের তরফে লেখা হয়েছে, “আছি শুধু একটা ফোন কলের দূরত্বে। কলকাতা পুলিশ সকল সহনাগরিকের মানসিক সুস্থতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আপনার কথা শুনতে, সহায়তা করতে এবং সংকটময় মুহূর্তে পাশে থাকতে সর্বদা প্রস্তুত। যদি আপনি বা আপনার পরিচিত কেউ মানসিক অবসাদে ভুগছেন তাহলে অনুগ্রহ করে সাহায্য নিন।”

আরও পড়ুন : দীর্ঘ লড়াই! অবশেষে কেন্দ্রের শর্তই মেনে নিল রাজ্য! বাংলায় এল বিরাট ‘উপহার’

অবসাদে ভুগলে বা মানসিক ভাবে অশান্তিতে থাকলে ফোন করুন Tele MANAS এর হেল্পলাইন নম্বরে। নম্বরটি হল, ১৪৪১৬। এই নম্বরে ফোন করে নিজের সমস্যার কথা জানান। শুধু তাই নয় আপনার প্রিয়জনের কোন ধরনের সমস্যা হলে আপনি সেটাও শেয়ার করতে পারেন। পাশাপাশি যদি কোনো সহায়তার প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিকটতম থানায় যোগাযোগ করুন। কলকাতা পুলিশ সর্বদা সাধারণ মানুষের সঙ্গে আছে। পুলিশের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করায় পুলিশকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

পুলিশ বলতেই, গম্ভীর চেহারার যে প্রশাসনের ধারক ও বাহকদের প্রতিচ্ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে, এ যেন ঠিক তারই বিপরীত। সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারণা পরিবর্তন হচ্ছে। এবার মানবিক উদ্যোগ নিতে দেখা গেল কলকাতা পুলিশকে। বিভিন্ন সময় দেখা যায়, বয়স্ক অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে কলকাতা পুলিশ। অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দেওয়া, ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে পৌঁছে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামাজিক দায়িত্ব পালন করে থাকে কলকাতা পুলিশের কর্তারা।

Kolkata police helpline for mental depression.

এবার অবসাদগ্রস্থ মানুষদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। অবসাদ মন খারাপের কারণে অনেক পরিবার ভেসে যায়। বহু মানুষ অবসাদ থেকে কিভাবে মুক্তি পাবেন তা ভেবে পান না। কর্মব্যস্ততার যুগে কেউ কারো পাশেও দাঁড়াতে চান না। একাকীত্ব গ্রাস করার কারণে অনেকে আত্মহত্যার পথ বেছে নেন। এবার এই সকল মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কলকাতা পুলিশের নয়া উদ্যোগ স্বাভাবিকভাবেই প্রশংসা কুড়িয়ে নিয়েছে সব মহলেই।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X