বাংলা হান্ট ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধে মেয়রের নির্দেশের পরেও কোনও হেলদোল দেখা গেল না কলকাতা পৌরসভা ও কলকাতা পুলিশের। চলতি বছরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ডেঙ্গুর প্রকোপ এতটাই জাঁকিয়ে বসেছে দিনে দিনে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। কলকাতা পৌরসভার একের পর এক পদক্ষেপের পরেও ডেঙ্গুকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি। জমা জল থেকে মশার প্রজনন রুখতে গত কয়েকদিন আগেই বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশ দেন কলকাতার মেয়র।
প্রসঙ্গত, কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম বলেন, “কলকাতার একাধিক ওয়ার্ড থেকে অভিযোগ উঠেছে পুরোনো গাড়ির কারবারিরা অনেকে গাড়ির যন্ত্রাংশ এলাকার জলাশয়ে ফেলে দেন৷ এর ফলে দূষিত হচ্ছে জলাশয়। এছাড়া শহরের অনেক থানার সামনে রাস্তার একাংশ জুড়ে বাজেয়াপ্ত গাড়িগুলি রেখে দেয় পুলিশ৷” এই সমস্ত গাড়ি ডাম্পিং গ্রাউণ্ডে নিয়ে গিয়ে স্ক্র্যাপ করে বিক্রি করার উদ্যোগ নেবে পৌরনিগম। বিষয়টি নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলবেন মেয়র।
উল্লেখ্য, ডেঙ্গি নিয়েও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কথা বলেছেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, “ডেঙ্গি মোকাবিলায় কলকাতা পৌরনিগম সহ রাজ্যের অন্যান্য পৌরনিগম ও পৌরসভা বিভিন্ন ব্যবস্থা নিয়েছে।” রাজ্যপালের টুইট প্রসঙ্গে ফিরহাদ বলেন, “ওকে সম্মান জানিয়েই বলছি, উনি অন্য রাজ্য থেকে এসেছেন৷ উনি যা দেখে এসেছেন, তাই শিখে এসেছেন৷ আমরা রাস্তায় নেমে কীভাবে কাজ করি ওকে এগুলো দেখান৷ উনি দেখেও নেবেন, শিখেও নেবেন৷”
বর্তমানে ডেঙ্গু শহরবাসীর জন্য এক মুখ্য সমস্যা হয়ে উঠেছে, যা দূর করার জন্যই নতুন পদক্ষেপ নেন কলকাতার মেয়র। কিন্তু তাঁর কথামতো এখনো পর্যন্ত কোনো কাজই ঠিকভাবে এগোয়নি। এবার দেখার বিষয় আগামী দিনে এই ঘটনার জল কোনদিকে গড়ায়।