বাংলা হান্ট ডেস্কঃ খাস কলকাতায় বাস থেকে খোলানো হচ্ছে গেরুয়া পতাকা! গত বৃহস্পতিবার মৌলালির কাছে সংখ্যালঘুদের সমাবেশ চলাকালীন এমনই দৃশ্য দেখা গিয়েছিল। সমাজমাধ্যমে সেই ভিডিও শেয়ার করে সরব হয়েছিলেন বিজেপি নেতারা। এবার এই নিয়ে মুখ খুললেন কলকাতার পুলিশ (Kolkata Police) কমিশনার মনোজ কুমার ভার্মা (Manoj Kumar Verma)। এই ঘটনার প্রেক্ষিতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালেন তিনি।
গেরুয়া পতাকা খোলানোর অভিযোগ! কী পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)?
বর্তমানে ওয়াকফ আইন নিয়ে সরগরম গোটা দেশ। বাংলাতেও এর আঁচ এসে পড়েছে। এই বিতর্কিত আইনের বিরুদ্ধে নানান কর্মসূচি হচ্ছে। গত বৃহস্পতিবার মৌলালির কাছে এমনই একটি সমাবেশ ছিল। সেই কর্মসূচি চলাকালীনই একটি বাস থেকে গেরুয়া পতাকা খোলানো হয় বলে অভিযোগ। সমাজমাধ্যমে ওই মুহূর্তের ভিডিও শেয়ার করে এমনই অভিযোগ এনেছেন বিজেপি নেতার।
এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন কলকাতার পুলিশ কমিশনার। মনোজ কুমার ভার্মা জানান, ইতিমধ্যেই ওই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) সংশ্লিষ্ট ঘটনার তদন্ত করছেন বলে জানান তিনি। সেই তদন্ত সম্পূর্ণ হওয়ার পর ডেপুটি কমিশনার রিপোর্ট দেবেন।
আরও পড়ুনঃ গুলি-বোমা কাণ্ডে ধৃতের ‘প্রশংসা’! তৃণমূল বিধায়ক বললেন, ‘ভীষণ ভালো, শিক্ষিত ছেলে’!
বাস থেকে গেরুয়া পতাকা খোলানোর অভিযোগে গর্জে উঠেছে বঙ্গ বিজেপি। ভিডিও শেয়ার করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা পুলিশের (Kolkata Police) কাছে উত্তর চেয়েছেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। অন্যদিকে প্রতিবাদের ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
বালুরঘাটের সাংসদ বলেন, ‘সিদ্দিকুল্লা চৌধুরী ও তাঁর বাঁদরের দল এই পতাকা খুলে ফেলে ভূলুণ্ঠিত করার চেষ্টা করেছে। সমগ্র সনাতনী সমাজের এই অপমানের বিরুদ্ধে, সনাতনী সমাজের সম্মানকে, সম্ভ্রমকে ভূলুণ্ঠিত করার বিরুদ্ধে আসুন, হনুমান জয়ন্তী উপলক্ষ্যে আমরা সবাই প্রতিবাদ করি’। নিজের বাড়িতে গেরুয়া পতাকা লাগিয়ে এই ঘটনার প্রতিবাদ করতে বলেছেন সুকান্ত। সেই সঙ্গেই জানিয়েছেন, আজ কলকাতার রাস্তায় নেমে তিনি সনাতনী হিন্দুদের গেরুয়া পতাকা বিলি করবেন।