কঙ্কালসার চেহারা…! ফিরহাদকে চিঠি কলকাতা পুলিশের! হঠাৎ কী হল? তুমুল শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে এবার চিঠি পাঠাল কলকাতা পুলিশ। জানা যাচ্ছে, এই চিঠি আসতেই বেশ চাপে পড়েছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। কী বিষয়ে মেয়রকে চিঠি পাঠানো হল? ফাঁস হতেই শুরু হয়েছে জোর চর্চা।

কেএমসি মেয়রকে (Kolkata Municipal Corporation) কেন চিঠি দিল কলকাতা পুলিশ?

রাজ্যজুড়ে ইতিমধ্যেই বর্ষার আগমন ঘটেছে। আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি না হলেও জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বর্ষণ চলছে। আর তাতেই শহর কলকাতার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। কয়েকদিন আগে পিচের প্রলেপ পড়েছে। যে কারণে কলকাতা পুরসভার কোষাগার থেকে প্রায় ৭৫ লক্ষ টাকা খরচ হয়েছে বলে খবর। কিন্তু তারপরেও অল্প বৃষ্টিতে রাস্তার বেহাল দশা!

   

অভিযোগ, পিচের আস্তরণ নিম্নমানের হওয়ার কারণে এত অল্প সময়ের মধ্যে রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। এবার এই নিয়ে খোদ মেয়র ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) চিঠি দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। সেখানে রাস্তার এই বেহাল দশা দ্রুত মেরামত করার কথা বলা হয়েছে বলে খবর। এদিকে এই খবর জানাজানি হতেই রীতিমতো শুরু হয়েছে চর্চা।

আরও পড়ুনঃ ময়নায় খুন বিজেপি নেতা, আগাম জামিনের আর্জি অভিযুক্ত TMC কর্মীদের! বিরাট নির্দেশ হাইকোর্টের

এই নিয়ে কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি। মেয়র নিজে অল্প মুখ খুললেও বিষয়টিকে কার্যত এড়িয়ে গিয়েছে। যে কারণে এবার সুর চড়াতে শুরু করেছেন বিরোধীরা। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের কটাক্ষ, ‘নিম্নমানের জিনিস দিয়ে কাজ করা হয়েছে বলেই এমন অবস্থা’।

kolkata municipal corporation kmc

এদিকে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ বলেন, ‘আমরা সবসময়ই বিষয়গুলি নিয়ে সচেতন থাকি। আমাদের ডিজি সর্বদা এই বিষয়গুলির ওপর নজর রাখছেন’। ফিরহাদ এর থেকে বেশি কিছু না বললেও এই মন্তব্য যথেষ্ট নয় বলে দাবি করছেন অনেকে। রাস্তার বেহাল দশা নিয়ে সরাসরি কলকাতা পুলিশের তরফ থেকে চিঠি যাওয়ার বিষয়টিকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর