বাংলা হান্ট ডেস্কঃ শহর থেকে শুরু করে গ্রাম, বর্তমান সময়ে এদেশের প্রায় প্রত্যেক বাড়িতেই এলপিজি গ্যাস (LPG Gas) কানেকশন রয়েছে। উনুন, স্টোভে তেমন রান্না হয় না। আপনার বাড়িতেও যদি গ্যাস কানেকশন থাকে, তাহলে এখনই সাবধান হয়ে যান! নাহলে এক ফোনেই ঘটে যেতে পারে বড় বিপদ!
গ্যাস কানেকশন (LPG Gas) থাকলে সাবধান!
কথায় আছে, সাবধানের মার নেই। এবার গ্যাস বুকিংয়ের সময় অথবা বাড়িতে গ্যাস থাকলেও আপনাকে সাবধানে থাকতে হবে। নাহলে খোয়াতে হতে পারে নিজের কষ্টার্জিত টাকা। হ্যাঁ, ঠিকই দেখছেন। সম্প্রতি কলকাতা পুলিশের ডিসিপি, সাইবার ক্রাইমের তরফ থেকে এমনই সতর্কবার্তা জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে আসছে ১ কোটি শরণার্থী! আশ্রয় দিতে তৈরি থাকুন, আগেভাগেই ঘোষণা শুভেন্দুর
বর্তমান সময়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলতে নিত্যনতুন চক্রান্ত করেন প্রতারকরা। কখনও এটিএম কার্ডের নাম করে কখনও আবার ব্যাঙ্ক আধিকারিক সেজে ফাঁকা করে দেন অ্যাকাউন্ট। এমন বহু মানুষ আছেন যারা এসব ফাঁদে পা দিয়ে নিজেদের সর্বস্ব খুইয়েছেন। এখন আবার গ্যাস ডিলার অথবা গ্যাস এজেন্ট সেজে এই ধরণের প্রতারণা শুরু করেছেন কিছু অসাধু মানুষ।
#cybersafety #cyberawareness #gasbookingscam @KolkataPolice @KPDetectiveDept pic.twitter.com/c61Md6wabs
— DCP (Cyber Crime), Kolkata Police (@DCCyberKP) August 3, 2024
সম্প্রতি কলকাতা পুলিশের (Kolkata Police) ডিসিপি, সাইবার ক্রাইমের তরফ থেকে সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘গ্যাসডিলারের নামে আসা ভুয়ো কলগুলি থেকে সাবধান। স্ক্যামাররা আপনার নম্বরে ফোন করে নিজেদের গ্যাস এজেন্ট হিসেবে পরিচয় দিয়ে আপনাকে গভর্মেন্ট থেকে পাওয়া ভুয়ো সাবসিডির প্রলোভন দেখিয়ে আপনার সর্বস্ব হাতিয়ে নিতে পারে’।
সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে প্রতারণার সংখ্যা। বর্তমান সময়ে মাঝেমধ্যেই এমন ভুয়ো কল আসে। আগে ব্যাঙ্ক, এটিএম কার্ডের মতো জিনিসগুলিকে ব্যবহার করা হতো। এখন গ্যাসের (LPG Gas) নাম করে এই চক্র ফেঁদেছেন অনেকে। সাধারণ মানুষ যাতে এই প্রতারণার জালে না ফাঁসেন, সেই কারণে কলকাতা পুলিশের তরফ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে।