বাংলা হান্ট ডেস্কঃ গত বছর জুন মাসে বাংলাদেশি জঙ্গী সংগঠন হিজবুল মুজাহিদীনের কুখ্যাত সন্ত্রাসবাদী করিমকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ সেল। তার কাছ থেকে উদ্ধার হয়েছিল বেশকিছু রাষ্ট্রদ্রোহের নথি, একটি ল্যাপটপ, পটাশিয়াম নাইট্রেট সহ আরও বেশ কিছু সন্দেহজনক জিনিসপত্র। এবার ফের একবার বড় সাফল্য পেলো কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। গতরাতে জেএমবি (JMB) জঙ্গী গোষ্ঠীর তিন সদস্যকে গ্রেপ্তার করল তারা।
এসটিএফ-এর প্রাথমিক অনুমান, এই তিনজন মূলত ওই জঙ্গিগোষ্ঠীর স্লিপার সেলের সদস্য। তিনজনকেই ইতিমধ্যেই বাংলাদেশী নাগরিক বলে চিহ্নিত করেছে পুলিশ। নজিউর রহমান, সাবির রবিউল সহ আরও এক জঙ্গী কলকাতাতেই লুকিয়ে আছে বলে গোপন খবর পায় এসটিএফ। তারপরেই গতরাত্রে অতর্কিত অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের।
জানা গিয়েছে সংগঠনের বড় মাপের নেতা হিসেবেই অনুমান করা হচ্ছে এই তিন সদস্যকে। কেন হঠাৎ স্লিপার সেল থেকে সক্রিয় হয়ে উঠল তারা, কেনই বা কলকাতায় আসা সমস্ত কিছুই এখন খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, নাশকতার কোন নতুন মডিউলের সঙ্গে যুক্ত এই তিন সদস্য। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার উত্তর প্রদেশেও জেএমবি জঙ্গী সন্দেহে বেশ কয়েক জনকে গ্রেপ্তার করেছে সেখানকার স্পেশাল টাস্ক ফোর্স।
একই সময় দু’জায়গায় কি বড় কোনও নাশকতার ছক তৈরি করছিল জেএমবি? এখন সেটাই খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এছাড়া আল-কায়েদার সাথে তাদের কোনও সম্পর্ক আছে কিনা সে ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের।