পুজোর আগেই বড় খবর! সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বিরাট সিদ্ধান্ত, জারি নয়া নির্দেশিকা!

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর থেকেই ফের একবার শিরোনামে উঠে এসেছেন সিভিক ভলেন্টিয়াররা। অতীতে বহুবার তাঁদের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ উঠেছে। একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তাঁরা। তবে আরজি কর কাণ্ডের পর সেই বিতর্ক কয়েকগুণ বেড়েছে। অস্বস্তিতে পড়েছে পুলিশ প্রশাসন। এই আবহে এবার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একটি কড়া নির্দেশিকা জারি করল লালবাজার (Kolkata Police)। পুজোর আগেই নেওয়া হল বড় সিদ্ধান্ত।

  • কী সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ (Kolkata Police)?

সিভিক ভলেন্টিয়ারদের কাজের পরিধি নিয়ে নানান সময় নানান মহলে প্রশ্ন উঠেছে। বহুসময় তাঁদের কাজের পরিধি নিয়ে নির্দেশিকা জারি হয়েছে, আদালতে হয়েছে মামলা। গত কয়েক বছর আদালত এবং সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteers) উদ্দেশে বহু নির্দেশিকাও জারি করা হয়েছে। তবে বিগত কয়েকদিনে বাংলার বুকে ঘটে যাওয়া একাধিক ঘটনার পর সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। এমতাবস্থায় এবার নয়া নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ।

   
  • নির্দেশিকায় কী বলা হয়েছে?

রাজ্যে এমন অনেক সিভিক ভলেন্টিয়ার রয়েছেন যাদের দেখা যায়, পুলিশের স্টিকার লাগানো বাইক অথবা গাড়ি ব্যবহার করছেন। এই বিষয়টা কিন্তু আইনবিরুদ্ধ। এবার এই নিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে স্পষ্ট নির্দেশিকা জারি করা হল। জানানো হল, কলকাতা পুলিশের (Kolkata Police) কোনও সিভিক ভলেন্টিয়ার ডিউটির সময় পুলিশের মোটরবাইক ব্যবহার করতে পারবেন না।

আরও পড়ুনঃ চোখ রাঙাচ্ছে নিম্নচাপ! দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়ার খবর

এখানেই শেষ নয়, একইসঙ্গে নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, পুলিশের মোটরবাইক ব্যবহার না করতে পারার পাশাপাশি কোনও সিভিক ভলেন্টিয়ার নিজের বাইক অথবা গাড়িতে পুলিশের স্টিকার লাগাতে পারবেন না। ইতিমধ্যেই লালবাজারের (Lalbazar) তরফ থেকে সকল থানাকে মৌখিকভাবে এমনটা জানানো হয়েছে বলে খবর। নয়া এই নির্দেশিকার পর থেকে সিভিক ভলেন্টিয়ারদের আর কলকাতা পুলিশের বাইক নিয়ে ঘুরতে দেখা যাবে না বলে মনে করা হচ্ছে।

Kolkata Police Civic Volunteers

উল্লেখ্য, শুধুমাত্র পুলিশের মোটরবাইক ব্যবহার অথবা নিজেদের বাইক, গাড়িতে পুলিশের স্টিকার লাগানো শুধু নয়, সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে নানান সময়ে নানান অভিযোগ উঠেছে। এবার সেই সকল নিরসনে কোমর বেঁধে নেমেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। কয়েকদিন আগেই জানা গিয়েছিল, যে সকল সিভিক ভলেন্টিয়ার ডিউটিতে থাকাকালীন মদ্যপান করেছেন কিংবা যারা নিয়মিত মদ্যপান করেন তাঁদের বিরুদ্ধে এবার কড়া অ্যাকশন নেওয়া হতে পারে। এবার মৌখিকভাবে বাইক এবং গাড়ি ব্যবহার নিয়ে সতর্ক করে দিল লালবাজার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর