বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কিছুটা সময় ধরেই শিরোনামে রয়েছে বাংলাদেশ (Bangladesh)। ওপার বাংলার উত্তাল পরিস্থিতির আঁচ এপার বাংলাতেও (West Bengal) এসে পড়েছে। এখান থেকে ধরা পড়েছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা। সেই সঙ্গেই উদ্বেগ বাড়িয়েছে ‘পাসপোর্ট ইস্যু’। দেখা গিয়েছে, বহু বাংলাদেশি পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় পাসপোর্ট নিয়ে বিদেশ চলে যাচ্ছেন। এবার এই নিয়েই বড় বার্তা দিল রাজ্য পুলিশ (West Bengal Police) এবং কলকাতা পুলিশ (Kolkata Police)।
পাসপোর্ট ইস্যুতে কী বার্তা দিল পুলিশ (West Bengal Police)?
রবিবার দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সেই সাংবাদিক সম্মেলন থেকেই পাসপোর্ট ইস্যু নিয়ে কড়াকড়ির বার্তা দেওয়া হয়। পশ্চিমবঙ্গের কোনও রকম ভুয়ো নথি ব্যবহার করে কোনও ব্যক্তি যাতে পাসপোর্ট না পান, সেটা সুনিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
রাজ্য পুলিশের (West Bengal Police) ডিজি বলেন, ‘পাসপোর্টের ঠিকানা ভেরিফাই করার ক্ষেত্রে পুলিশের ভূমিকা নেই। পাসপোর্ট অথরিটি নির্দেশ দিয়ে রেখেছে। এটা পরিবর্তন করতে হবে, আমরা বলেছি’। রাজীব কুমার এদিন জানান, বর্তমানে পাসপোর্ট ভেরিফাই করতে কারোর বাড়িতে যেতে পারে না পুলিশ। অথবা কাউকে থানাতেও ডাকা যায় না। এই ‘সুযোগ’টাকেই কাজে লাগাচ্ছেন কিছু অসাধু মানুষ। সেই জন্য অফিসারদের তরফ থেকে এই নিয়ম বদলের কথা বলা হচ্ছে। পুলিশের দাবি, বিদেশ মন্ত্রকের নির্দেশিকা (গাইডলাইন) বিভ্রান্তিকর।
আরও পড়ুনঃ আর লাগবে না রেশন কার্ড! নতুন বছরেই আসছে বিরাট বদল! নয়া উদ্যোগ সরকারের
এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম আবার বলেন, ‘রবিবার দুপুরে আমরা সব সিনিয়র অফিসাররা রয়েছি মানে বুঝতেই পারছেন, আমরা কতখানি সিরিয়াস। কোনও উগ্রবাদী যাতে ভারতীয় পাসপোর্ট না পায়, সেটার জন্য যা যা করার, সব কিছু করছে রাজ্য পুলিশ’।
জাভেদ শামিম এদিন বলেন, সীমান্তের কাছে একটা নির্দিষ্ট দূরত্ব অবধি পুলিশ যেতে পারে। তবে প্রত্যেক এজেন্সির সঙ্গে যোগাযোগ রেখে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা। সেই সঙ্গেই রাজ্য পুলিশের (West Bengal Police) ডিজি রাজীব কুমার বলেছেন, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের ট্র্যাক রেকর্ড ভীষণ ভালো। ওপার বাংলার পরিস্থিতির আঁচ কোনও ভাবে পশ্চিমবঙ্গে পড়তে দেওয়া হবে না।