করোনা পরিস্থিতিতে কলকাতা পুলিশের পারফরম্যান্স স্কটল্যান্ড ইয়ার্ডসদেরকেও হার মানিয়েছেঃ মন্তব্য মমতা ব্যানার্জীর

বাংলাহান্ট ডেস্কঃ বাংলার (West bengal) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) কললকাতা পুলিশের (Kolkata Police) জন্য খুবই গর্বিত। বর্তমান করোনা পরিস্থিতিতে তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, সাধারণ মানুষের রক্ষার্থে তাঁদের নির্ভীক কর্মদক্ষতা ব্রিটেনের স্কটল্যান্ড ইয়ার্ডসদেরকেও হার মানাচ্ছে। তাঁর কথায়, ‘ওয়ান অফ দ্য বেস্ট’ পুলিশ হল কলকাতা পুলিশ।

IMG 20200818 085516 1

বাংলায় পুলিশের অবদান
সম্প্রতি নবান্নের এক বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি জানালেন, ‘সকলেই যখন করোনার ভয়ে পিছনে হটে গেছেন, তখন সমাজের প্রথম সারিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের সুবিধার্থে দিন রাত তারা কাজ করে চলেছেন। ইতিমধ্যেই বহু পুলিশ কর্মী করোনা আক্রান্ত হয়ে পড়েছেন, এমনকি প্রাণ হারিয়েছেন ১৮ জনও। তা সত্ত্বেও ১০ কোটির মানুষের রাজ্য বাংলার হয়ে তারা সমান ভাবে লড়ে যাচ্ছেন’।

Kolkata 1 1

পুলিশের কর্মকান্ড
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলেও, এখনও বিরাট সংখ্যক মানুষের মধ্যে তাঁর কোন প্রভাব পড়েনি। তারা অবাধে লকডাউন অমান্য করে, মাস্ক না পড়েই বেরিয়ে পড়ছেন। পুলিশ সেইসকল মানুষকে সামলাচ্ছে, আবার কন্টেইনমেন্ট জোনে মানুষের চাহিদা মত প্রয়োজনীয় সামগ্রীও পৌঁছে দিচ্ছে। এদিকে আবার, মানুষকে সামলানোর পাশাপাশি ট্রাফিক সামলাচ্ছে’।

পুলিশের ক্ষেত্রে মহিলা পুরুষ অভিন্ন
পুরুষ পুলিশের পাশাপাশি তিনি মহিলা পুলিশদেরও সমান অধিকারের ঘোষণা করেন এদিন। তিনি জানিয়েছেন, এবার থেকে পুলিশের কাজ দেখে প্রমোশন দেওয়া হবে, তাঁর লিঙ্গ ভেদে নয়। সেক্ষেত্রে মহিলা পুলিশের সংখ্যা কম থাকায়, তারা দ্রুতই প্রমোশন পেতে পারবেন’।

mamata banerjee 8

পালিত হবে পুলিশ দিবস
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এদিন বলেন, ‘পুলিশ কর্মীরা যেমন আমাদের কথা ভাবছে, তেমনই তাঁদের সুবিধার দিকটাও আমাদের দেখাতে হবে। তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। ২০১২ সালে একটা ওয়েলফেয়ার বোর্ড গঠন করেছিলাম আমরা, ওই বোর্ড আবারও কাজ শুরু করবে। সেইসঙ্গে পুলিশ কর্মীদের সাহসিকতা এবং অক্লান্ত পরিশ্রমের সম্মান জ্ঞাপন হিসাবে প্রতি বছর ১ লা সেপ্টেম্বর পুলিশ দিবস হিসাবে পালিত হবে’।


Smita Hari

সম্পর্কিত খবর