কলকাতাসহ দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পূর্বাভাস

Published On:

বাংলা হান্ট ডেস্ক: আষাঢ় এলেও দেখা পাওয়া যাচ্ছে না বৃষ্টির। কলকাতবাসীর সাথে বৃষ্টির সম্পর্ক ঘরপোড়া গরু ও সিঁদুরে মেঘের মতো হয়ে দাঁড়িয়েছে। কিছুতেই কাটছে না গরমের গুমোট ভাব। আলিপুর আবহাওয়া দফতর থেকে পূর্বাভাস দেয়া হয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টিপাত।

বৃষ্টিপাতের পূর্বাভাস শুনে সামান্য স্বস্তি ফেলেছে দক্ষিণ বঙ্গবাসী। গতকাল বৃষ্টিপাত হয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। তবে এখনও দেখা পাওয়া যাচ্ছে না বর্ষার বৃষ্টির। ইতিমধ্যেই উত্তরবঙ্গের শুরু হয়ে গিয়েছে বৃষ্টি।

আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্ষা মাঝেমধ্যে নিজের শক্তি হারিয়ে ফেলছে তাই জন্যই দক্ষিণবঙ্গে দেখা মিলছে না মৌসুমী বায়ুর।

X