সবার উপরে কলকাতা! দেশের মধ্যে গবেষণা ক্ষেত্রে বাজিমাত! কল্লোলিনীর মুকুটে জুড়ল নয়া পালক

বাংলাহান্ট ডেস্ক : নেচার ইনডেক্সে সফলতার পর এবার ফের নজির সৃষ্টি কলকাতার (Kolkata)। স্বাস্থ্য গবেষণাতেও দেশের অন্যান্য প্রান্তের তুলনায় এগিয়ে রয়েছে কলকাতা। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তালিকায় স্বাস্থ্য গবেষণার ক্ষেত্রে এগিয়ে থাকা শহরগুলির মধ্যে চমকে দেওয়া ফল করেছে তিলোত্তমা।

কলকাতার (Kolkata) জয়জয়কার 

স্বাস্থ্য গবেষণার ক্ষেত্রে গোটা দেশের মধ্যে কলকাতার (Kolkata) স্থান ষষ্ঠ। বেশ কিছু বড় শহরকে পিছনে ফেলে তালিকার প্রথম সারিতে উঠে এসেছে বাংলার রাজধানী। নেচার ইনডেক্স কিছুদিন আগে গোটা বিশ্বে গবেষণার (Research) নিরিখে এগিয়ে থাকা শহরের একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকায় কলকাতা দখল করেছিল ৮৪ নম্বর স্থান।

4551629a 1ef1 11ec ae50 abd98c7f1c20 1637389647996 1734515978990

ওই তালিকা দেশের মধ্যে শীর্ষস্থানেই ছিল কলকাতা। সব ধরনের গবেষণার নিরিখে প্রকাশ করা হয়েছিল এই তালিকা। সেই তালিকায় শীর্ষস্থান দখল করলেও কল্লোলিনী কলকাতা পিছিয়ে রয়েছে স্বাস্থ্য গবেষণার নিরিখে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে,  স্বাস্থ্য গবেষণার নিরিখে রাজস্থান রয়েছে শীর্ষে। তারপরই রয়েছে উত্তরপ্রদেশের নাম। 

আরোও পড়ুন : বাংলায় প্রথম ‘মিডনাইট শো’, মুক্তির দিনেই ১০০-র বেশি হাউজফুল! পুষ্পাকে টেক্কা দিয়ে ইতিহাস গড়ল ‘খাদান’

মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইউনিটের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ তথা কলকাতা তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে। সোমবার লোকসভায় কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর প্রকাশ করা একটি পরিসংখ্যানে বলা হয়েছে, গোটা দেশে (India) মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইউনিটের (এমডিআরইউ) (MDRU) সংখ্যা ১১৭ টি। এই গবেষণা কেন্দ্রগুলি হয় আন্তর্জাতিক মানের।

Kolkata

এই ধরনের পাঁচটি ইউনিট রয়েছে বাংলায়। ৫ টির মধ্যে একটি কল্যাণীতে ও অন্যান্যগুলি পিজি, এনআরএস, মেডিকেল ও আরজিকরে। পাশাপাশি উড়িষ্যাতেও সমসংখ্যক এমডিআরইউ রয়েছে বলে জানানো হয়েছে। ৭ টি করে আন্তর্জাতিক মানের এমডিআরইউ রয়েছে মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানায়। ১২ টি এমডিআরইউ নিয়ে দেশের মধ্যে শীর্ষস্থানে অবস্থান করছে রাজস্থান।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর