প্রধানমন্ত্রীর তেরঙ্গা অভিযানের ঘোষণায় বেজায় খুশি কলকাতার সালাউদ্দিন, পেল ৬০ লাখের অর্ডার

বাংলাহান্ট ডেস্ক : স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার 13 থেকে 15 আগস্ট প্রতিটি ঘরে ঘরে তেরঙ্গা উত্তোলনের ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী মোদীর ঘোষণার পর বেজায় খুশি কলকাতার সালাউদ্দিন। জেনে নিন তার খুশির রহস্য …

স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার 13 থেকে 15 আগস্ট প্রতিটি ঘরে ঘরে তেরঙ্গা উত্তোলনের আবেদন জানিয়েছে। কলকাতায় জাতীয় পতাকা প্রস্তুতকারী ক্ষুদ্র ব্যবসায়ী সালাউদ্দিন মণ্ডল এই ঘোষণার পর খুবই খুশি। ভারতীয় সংস্কৃতি মন্ত্রক যে নয়টি কোম্পানিকে তেরঙ্গা সরবরাহের জন্য তালিকাভুক্ত করেছে তার মধ্যে সালাউদ্দিনের কোম্পানি অন্যতম। প্রায় চার কোটি তেরঙ্গার মধ্যে সালাহউদ্দিন ৬০ লাখ সরবরাহের বরাত তাকে দেওয়া হয়েছে। তার এই তেরঙ্গাগুলো বিভিন্ন রাজ্যে পাঠানো হবে। খুচরা বাজারে একটি পতাকার দাম প্রায় 18 থেকে 24 টাকা।

“হর ঘর তেরঙ্গা” অভিযানের অধীনে, কেন্দ্র সমস্ত নাগরিককে 13 থেকে 15 অগাস্টের মধ্যে বাড়িতে তেরঙ্গা ওড়ানোর জন্য অনুরোধ করেছে। কেন্দ্রের এই কর্মসূচি জাতীয় স্তরে 30 কোটি তেরঙ্গার চাহিদা তৈরি করেছে। দেশের বিভিন্ন স্থানে পতাকা সরবরাহকারীদের তালিকা প্রকাশ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। সালাউদ্দিন পরিচালিত কলকাতার সালাউদ্দিন এন্টারপ্রাইজ তাদের মধ্যে অন্যতম।

সালাউদ্দিন মন্ডল জানিয়েছেন, “আমার ব্যবসা যে গতি পাবে তাতে কোন সন্দেহ নেই, তবে দেশের স্বাধীনতার 75তম বার্ষিকীর সাথে জড়িত থাকতে পারা আমার কাছে গর্বের বিষয়।” মুখে হাসি নিয়ে তার মন্তব্য, “আমি ভাগ্যবান যে প্রতিটি ঘরে তেরঙ্গা নিশ্চিত করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর