বাংলা হান্ট ডেস্কঃ ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train Accident)। রাঙাপানির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kolkata Sealdah Kanchanjungha Express) এবং মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ। মালগাড়ির ধাক্কায় কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা।
আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সজোরে ধাক্কা মারে মালগাড়ি। সোমবার সকালে এনজেপি (NJP) থেকে রাঙাপানির কাছে ১১ কিলোমিটারের মধ্যে বড়সড় এই দুর্ঘটনাটি ঘটে। সকাল পৌনে ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি এনজেপি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: রাজ্যে ৮টি নতুন মেডিক্যাল কলেজ, হুড়মুড়িয়ে বাড়বে MBBS আসন, এবারেও বঞ্চিত উত্তরবঙ্গ
জানা গিয়েছে ফাঁসিদেওয়ার কাছে ওই এক্সপ্রেস ট্রেনটিকে পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি। মালগাড়ির গতিবেগ বেশি থাকায় ভয়াবহ দুর্ঘটনা। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বহু যাত্রী আহত হয়েছেন। সেই সংখ্যা অন্তত ৪১। চলছে উদ্ধারকাজ। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রেলের পদস্থ কর্তারা। দুর্ঘটনার জেরে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে যোগাযোগ ব্যাহত। রেলের তরফে হেল্প লাইন নম্বর চালু হয়েছে। দুর্ঘটনা বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, NFR জোনে দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করার কাজ চলছে।
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘দার্জিলিং জেলায় এমন ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে স্তম্ভিত। শুনেছি একটি মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মেরেছে। ডিএম, এসপি, চিকিৎসকদের দল, অ্যাম্বুল্যান্স দুর্ঘনাস্থলে পৌঁছেছে’, যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।’