বাংলা হান্ট ডেস্ক : কলকাতার (Kolkata) মানুষজনের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ ভুমিকা বহন করে কলকাতা মেট্রোরেল (Kolkata Metro Rail)। কারণ অফিস হোক কি অন্য কোন কাজ, গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এই মেট্রোর জুড়ি মেলা ভার। এক তো কোনোরকম কোনও ট্রাফিক জ্যামের বালাই নেই তার উপর খরচও নামমাত্র। এই মেট্রোর উপরেই ভরসা করে থাকে শহর ও শহরতলীর হাজার হাজার মানুষ।
তো এখন এই মেট্রো যদি একটা গোটা দিন বন্ধ থাকে তাহলে কেমন সমস্যা হয় বলুন তো? তবে আগামী ১৯ এবং ২৬ অগাস্ট এটাই হতে চলেছে। সম্প্রতি কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে, আগামী শনিবার (১৯ অগাস্ট) এবং তার পরের শনিবার (২৬ অগাস্ট) মেট্রোর একটি বিশেষ করিডোরে পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
জানা যাচ্ছে, ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ স্ট্রেচ এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর (গ্রিন লাইন) নির্মাণাধীন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রসারিত লাইনে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা (ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট) করা হবে বলে খবর। আর সেই কারণেই শিয়ালদহ থেকে সল্টলেক পর্যন্ত গ্রিন লাইন মেট্রো পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন : স্টেশনে-স্টেশনে মিলবে সস্তার ওষুধ! যাত্রী সুবিধার্থে যুগান্তকারী সিদ্ধান্ত ভারতীয় রেলের
অর্থাৎ সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো লাইনে ১৯ অগাস্ট (শনিবার) এবং পরের শনিবার ২৬ অগাস্ট পর্যন্ত কোনও মেট্রো পরিষেবা পাওয়া যাবেনা। পর পর এই দুই শনিবার যাতায়াতের জন্য যাত্রীদের বিকল্প উপায় খুঁজে নেওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এবং এই অসুবিধার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন তারা।
আরও পড়ুন : আজ শ্রীরামকৃষ্ণের প্রয়াণ দিবস, মৃত্যুর আগে এই বিশেষ জিনিসটি খেতে চেয়েছিলেন ঠাকুর
একথা বলার অপেক্ষা রাখেনা যে,শহরের যাত্রী পরিবহণের অন্যতম লাইফলাইন হল কলকাতা মেট্রো। শিয়ালদহ ও সেক্টর ফাইভ সংযুক্তিকরণের পর থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো লাইনে যাত্রীর সংখ্যাও অনেকটা বেড়েছে। তবে এইসব যাত্রীর সুরক্ষার কারণেই নিরাপত্তা পরীক্ষা (ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট) অপরিহার্য। সিস্টেমের সফ্টওয়্যার এবং হার্ডওয়্যার উভয়ের ইন্টারফেসে সমন্বয় তৈরি করার জন্যই এই ব্যবস্থাপনা।
আরও পড়ুন : উপহার দিয়েছিল এক কোম্পানি, বিনামূল্যে নেবেন না বলে যা করেছিলেন ‘কালাম”! জেনে সেলাম করবেন
এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এক বয়ান দিয়েছেন। পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে এই রুটের সমস্ত যাত্রীদের সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন তিনি। এবং পরিষেবায় দুই দিনের এই অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছেন তিনি। শুধু তাই নয়, শহরজুড়ে কলকাতা মেট্রোর সম্প্রসারণের কাজও চলছে জোরকদমে। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ সম্পূর্ণ হয়ে গেলে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পৌঁছে যাওয়া যাবে গঙ্গার নীচ দিয়ে।