বাংলাহান্ট ডেস্ক : বুধবার সকালেই ভয়ংকর বাস দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জ (Raiganj)। প্রবল গতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের কারখানার টিনের শেড ভেঙে ঢুকে গেল ভিতরে (Bus Accident)। দুমড়ে, মুছড়ে বিদ্ধস্ত অবস্থা বাসের সামনের অংশের। ভয়ঙ্কর এই দুর্ঘটনা ঘটেছে রায়গঞ্জের রূপাহারের ঘুঘুডাঙা এলাকায়। শুরু হয়েছে উদ্ধারকাজ। এক বাস যাত্রীর দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। বাসের সিটের নীচে একাধিক দেহ আটকে থাকার সন্দেহ করছে পুলিশ। ঘটনাস্থলে হাজির হয়েছে দমকল বাহিনীও। উদ্ধারকার্যে সাহায্য করছেন স্থানীয় বাসিন্দারাও।
নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক : স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, বাসটি কলকাতার ধর্মতলা থেকে শিলিগুড়ির দিকে রওনা দিয়েছিল। রায়গঞ্জ এলাকায় ঢোকার পর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। প্রত্যক্ষদর্শীদের মতে, আচমকাই বাসটির গতিবেগ মারাত্মক বেড়ে যায়। সেটি কোনও যান্ত্রিক ত্রুটির কারণেও হতে পারে বা চালকের চোখ লেগে যাওয়ার ফলেও হতে পারে।
ধাক্কা লাগার বিকট শব্দ ও আর্তনাদ : রাস্তার ধারে ঘেঁষেই যাচ্ছিল বাসটি। খুব বেশি গতিবেগও ছিল না। আচমকাই গতিবেগ বেড়ে যায় বাসটির। মুহুর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের কারখানার টিনের বেড়া ভেঙে ভিতরে ঢুকে যায়। বাসের সামনের অংশ একেবারে দুমড়ে মুছড়ে একাকার হয়ে যায়। ধাক্কা লাগার বিকট শব্দ ও আর্তনাদ শুনতে পেয়ে দৌড়ে আসেন এলাকার মানুষ। তাঁরাই শুরু করেন উদ্ধারকাজ। কিন্তু বাসটির অবস্থা এতটাই খারাপ ছিল, যে দেহ বার করা আনা কোনওমতেই সম্ভব হচ্ছিল না। ইতিমধ্যেই খবর দেওয়া হয় পুলিশকে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। পৌঁছে যায় দমকলও। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে, একটি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাসের ভাঙা অংশ গ্যাস কাটার দিয়ে কেটে বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। ভিতরে একাধিক দেহ আটকে থাকতে পারে বলেই পুলিশ অনুমান করছে। বাসের চালক এবং কনডাক্টরের পরিচয় এখনও পাওয়া যায়নি। সনাক্ত করার কাজ বাকি রয়েছে উদ্ধার হওয়া দেহটিরও।