দুশ্চিন্তা বাড়িয়ে ফের শুরু ঝড়-জল! আজ থেকে টানা হলুদ সতর্কতা কলকাতা সহ এই ৫ জেলায়

বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরেও একই দশা। কিছুদিন থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ কমেছে ঠিকই তবে আজ থেকে ফের ঝড়-জলের আশঙ্কা থাকছে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) আপডেট আজ থেকে ফের বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা।

আজ, ১ সেপ্টেম্বরও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই আগামী দুদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আজ থেকে বাড়বে দুর্যোগ। কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে আগামী ১ সেপ্টেম্বর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। অন্যদিকে আগামীকাল থেকে আরও কিছুটা বাড়বে বৃষ্টির পরিমাণ। শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রপাত সহ বৃষ্টি জারি থাকবে। সেদিনও জারি থাকবে সতর্কতা।

weather

আরও পড়ুন: প্রেমিকের জন্যই আত্মঘাতী! ৭ বছর পর সত্যি ফাঁস হতেই বিচার পেলেন ‘বালিকা বধূ’ অভিনেত্রী

তবে উত্তরবঙ্গে আজকের থেকে বৃষ্টির পরিমাণ কমতে চলেছে। এই আবহে উত্তরে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি চলবে।

আরও পড়ুন: ফের বিতর্কের ইঙ্গিত! এবার রবীন্দ্রনাথের গানের শব্দ বদলে ফেলার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী, কারণ কী?

এই দুদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ সামান্য নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ওদিকে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (West Bengal) প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর