জুনের বৃষ্টির ঘাটতি কি পূরণ হবে জুলাইয়ে? কি বলছে হাওয়া অফিস?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: গোমড়ামুখো বৃষ্টি (Rain) এসেও আসছে না দক্ষিণবঙ্গে (South Bengal )। গোটা জুন (June) মাস জুড়ে এবছর একেবারেই বৃষ্টির মুখ দেখতে পেলেন না দক্ষিণবঙ্গের মানুষ। শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় মৌসুমী বায়ু প্রবেশ করলেও বৃষ্টির কোন নামগন্ধ নেই। তার ওপর সকাল থেকেই রোদ্দুরের প্রখর তেজে তাপমাত্রা একেবারে একেবারে ঊর্ধ্বমুখী।

সঙ্গে রয়েছে বাতাসের আদ্রতাজনক অস্বস্তি। সব মিলিয়ে ভ্যাপসা গরমে সারাদিন ধরে এক একেবারে ঘেমে নিয়ে একশা রাজ্যবাসী।দেখতে দেখতে একেবারে  শেষের দিকে জুন মাস। বর্ষাকাল এসে গেলেও দেখা নেই বর্ষার। দক্ষিণবঙ্গের হাতে গোনা কয়েকটা  জেলায়  হালকা বৃষ্টির দেখা মিললেও কোথাও আবার সূর্যের প্রখর তেজ।আবহাওয়াবিদদের মতে, জুন মাসে প্রায় ৭২ শতাংশ বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছে।

অন্যদিকে বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গবাসী। পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত, এবং মধ্যপ্রদেশ বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। তাই উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির বিরাট দাপট।  সেখানে মোট ৬৪ শতাংশ বেশি বৃষ্টির হদিশ পাওয়া মিলেছে।

আরও পড়ুন: গাড়ির তেল শেষ হলেও চিন্তা নেই? মুশকিল আসানে অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের

অন্যদিকে বুধবার প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই  কিন্তু বৃষ্টি হবে না। তবে সপ্তাহের শেষেই নাকি আবহাওয়ার বিরাট পরিবর্তন আসবে। জানা গিয়েছে আগামী শুক্রবার থেকেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বেশি মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তাই আশা করা হচ্ছে, জুনের বৃষ্টির অভাব মিটতে পারে আসন্ন জুলাই মাসে (July)।

তবে জানা যাচ্ছে এই সপ্তাহের শেষ পর্যন্ত  উত্তরবঙ্গের ৫ জেলা অর্থাৎ  দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে। ইতিমধ্যেই নাকি জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি পাহাড়ি এলাকার নিচের অঞ্চল যেমন মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরও ভিজবে  বৃষ্টিতে। পাহাড়ের  ওপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং,কালিংপং,আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X