বাংলা হান্ট ডেস্ক: শহর কলকাতায় (Kolkata) গণপরিবহণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাধ্যম হল মেট্রো (Kolkata Metro)। দৈনন্দিন বিপুলসংখ্যক যাত্রী তাঁদের যাতায়াতের ক্ষেত্রে ভরসা রাখেন মেট্রোর ওপরেই। এমতাবস্থায়, মেট্রোর সম্প্রসারণের দিকেও ক্রমশ নজর দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, মেট্রো সংক্রান্ত প্রতিটি আপডেটের দিকেও চোখ রাখেন সকলে।
নয়া নজির গড়ল কলকাতা মেট্রো (Kolkata Metro):
ঠিক এই আবহেই এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। মূলত, সম্প্রতি একটি পরিসংখ্যান জানা গিয়েছে। যেটা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে মেট্রোর ওপর ভর করে বিপুলসংখ্যক যাত্রী নিয়মিত যাতায়াত করেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কলকাতা মেট্রোর (Kolkata Metro) গ্রিন লাইন ২ (হাওড়া ময়দান-এসপ্ল্যানেড) থেকে ব্লু লাইন (দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া) রুটে সফর করেছেন প্রায় ২৯ লক্ষ যাত্রী।
কবে হয়েছিল চালু: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ৬ জুলাই মেট্রোর (Kolkata Metro) এক আধিকারিক এই তথ্য সামনে এনেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, গ্রিন লাইন ২ বা মেট্রোর নদীর নিচ দিয়ে যাওয়া রুটটি চালু হয়েছিল আগামী ১৫ মার্চ।
আরও পড়ুন: ঝড় তুলল টাটা গ্রুপের এই কোম্পানি! ১ সপ্তাহে কামিয়ে নিল ৩৮,০০০ কোটি, নাম জানলে আপনিও হবেন অবাক
এদিকে কলকাতা মেট্রোর (Kolkata Metro) এক বিবৃতি অনুসারে জানা গিয়েছে, গ্রিন লাইন-২-এর আন্ডার রিভার সেকশনে বাণিজ্যিক পরিষেবা শুরু হওয়ার পর থেকে গত ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট করিডোরের বিভিন্ন স্টেশন থেকে প্রায় ২৯ লক্ষ যাত্রী ব্লু লাইন স্টেশনে যাতায়াত করেছেন।
আরও পড়ুন: ভারতীয় সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! পরীক্ষা ছাড়াই মিলবে চাকরি, বেতন ৮৫,০০০ টাকা
প্রসঙ্গত উল্লেখ্য যে, কলকাতা মেট্রোর (Kolkata Metro) এই ২ টি করিডোরের ইন্টারচেঞ্জিং পয়েন্ট হল এসপ্ল্যানেড স্টেশন। পাশাপাশি সেখানে আরও বলা হয়েছে, যাত্রীদের এই ইন্টারচেঞ্জিংয়ের বিষয়টিকে আর সহজ এবং নমনীয় করে তোলার লক্ষ্যে ওল্ড এসপ্ল্যানেড স্টেশন (ব্লু লাইন) এবং নিউ এসপ্ল্যানেড স্টেশন (গ্রিন লাইন)-এর মধ্যে সারিবদ্ধভাবে “Queue Manager” স্থাপন করা হয়েছে।