বাংলাহান্ট ডেস্ক : এয়ার ইন্ডিয়া এই প্রথম রাতে বিমান নামাল আন্দামানের পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে। এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইট পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে অবতরণ করল ৬৮ জন যাত্রীকে নিয়ে। এই উদ্যোগের মাধ্যমে আন্দামানের সাথে বিমান পথে যোগাযোগে উন্নতি ঘটল বলাই যায়। আইএনএস উৎকর্ষতে এয়ার ইন্ডিয়ার এয়ারবাস এ ৩২১ অবতরণ করল শুক্রবার সন্ধ্যায়।
এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে আন্দামান ও নিকোবর কমান্ডের তরফে। সেই বিবৃতিতে বলা হয়েছে, এই বিমানটি কলকাতা বিমানবন্দর (Kolkata International Airport) থেকে ছাড়ে ৫.৪০ মিনিট নাগাদ। সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে সেটি অবতরণ করে পোর্ট ব্লেয়ারে। তারপর বিমানটি এগিয়ে যায় বীর সাভারকার ইন্টারন্যাশানাল টার্মিনালের দিকে।
আরোও পড়ুন : ১০০০ অতীত! এবার ১২,০০০ টাকা দেবে কেন্দ্র! কারা পাবেন এই টাকা? জানুন আবেদন পদ্ধতি
কলকাতা (Kolkata) থেকে প্রচুর পর্যটক ঘুরতে যান আন্দামানে (Andaman)। এই বিমান পরিষেবার ফলে ব্যাপকভাবে উপকৃত হবেন পর্যটকেরা। এই নাইট ল্যান্ডিং বিমানের হাত ধরে পর্যটন ব্যবসারও নতুন দিক উন্মোচিত হবে। বেশ কয়েক বছর ধরে আন্দামানে রাতে বিমান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। অবশেষে সেই পরিকল্পনা সক্ষম হল ইন্ডিয়ান নেভি, আন্দামান নিকোবর কমান্ড ও এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে।
আর কয়েকমাস পর আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই সময়টা অনেকেই আন্দামানে ঘুরতে যান। আন্দামানে যেতে হলে অনেকেই ভরসা রাখতেন জাহাজের উপর। তবে এই নাইট ল্যান্ডিং বিমান পরিষেবা চালু হওয়ার ফলে আরো দ্রুত ও সহজে পৌঁছে যাওয়া যাবে আন্দামানে। তাই বিমানে চেপে পুজোর কয়েকটা দিন পরিবার বা বন্ধুদের সাথে কাটিয়ে আসতে পারেন নীল সমুদ্রের ধার থেকে।