অবশেষে খুশির খবর শোনালো হাওয়া অফিস

Published On:

বাংলা হান্ট ডেস্ক: খুশির খবর শোনালো হাওয়া অফিস। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন হাওয়া অফিস। ২৭-২৮ জুন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে ২৯ শে জুন থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতাতেও হতে পারে ভারী বৃষ্টি। দার্জিলিং সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় আজকাল অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অতি ভারী বৃষ্টির জন্য ধ্বস নামতে পারে পাহাড়ি এলাকায় তাই সর্তকতা জারি করা হয়েছে পর্যটকদের উদ্দেশ্যে।

X